ফিরছে সি পি আই এম , আরও শক্তিশালী বাম শক্তি গঠনই লক্ষ্য – সোজা সাপটা সুজন চক্রবর্তী সঙ্গে দেব কুমার
ভোট কমছে , রক্তক্ষরণ অব্যাহত , তবুও ব্রিগেডে চমকে দিয়েছে বাংলাকে।
একান্ত আলাপচারিতায় সুজন চক্রবর্তী বলেন বামেরাই আগামী ,মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে ফিরছে বামে। কি দিলেন মমতা সরকার
১) সরকার শুরু থেকেই ত্রিফলা দুর্নীতি দিয়ে শুরু
২)সারদার অনুমান নারদাতে প্রমান – লোকে দেখলো হাত পেতে ঘুষ নিচ্ছে। দিদি মোদির সেটিং না থাকলে সব কটা জেলে যেত
৩) এমন একটা জায়গা বলুন যেখানে দুর্নীতি নেই
৪) ওদের দলের লোকের সাথে কথা বলুন ওরাই সব বলবে
৫) লড়াই তো চলছে ভাইপো বনাম পিসি – উদাহরণ ডায়মন্ড হারবার , তৃণমূল যুব মারছে তৃনমূক কংগ্রেস কে
৬) এই দেখুন কদিন আগে ভাইপো লড়বে ভোট নমিনেশন জমাতেও ঘাবলা –
ক ) বাড়ি তে ঘাবলা
খ) গাড়িতে ঘাবলা
গ) শিক্ষাগত যোগ্যতা – সেখানেও ঘাবলা
ঘ ) স্ত্রীর পদবী ও পরিচয়ে ঘাবলা
আর কত বলবো
ফিরছে বামেরা , ফিরবে বামেরাই আরও শক্তি শালী হচ্ছে মানুষের জোট- আর এই মানুষের জোটই বামেদের শক্তি। ভোটার পর দেখা হবে আরও কথা হবে।