Sports Opinion

সিরিজের তৃতীয় দিনে খেলা থেকে ছিটকে গেলেন বিধ্বংসী দীপক চাহর।

মাঠে দেখা যাবে না চাহর ঝড়, বিকল্প হয়ে আসছেন নবদীপ সাইনি।

@ দেবশ্রী : ভারতীয় ক্রিকেট টিমে একজন গুরুত্বপূণ নাম হল দীপক চাহর। তবে বিশাখাপত্তনামের ওয়ান ডে ম্যাচের প্রথম দুই দিনে তেমন চাহর ঝড় দেখা যায়নি। কিন্তু জানা যাচ্ছে সিরিজের তৃতীয় দিনে মাঠে দেখা যাবে না দীপক চাহরকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পিছিয়ে থেকে বিশাখাপত্তনমের দ্বিতীয় ওয়ানডে-তে নেমেছিল ভারত। রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ব্যাটিং-তাণ্ডবে এবং পরে কুলদীপ যাদবের ঘূর্ণিতে ভারত সিরিজে সমতা ফিরিয়ে আনে।

দ্বিতীয় ওয়ানডে জিতে ওঠার রেশ কাটতে না কাটতেই খবর ছড়াল কটকের তৃতীয় ও সিরিজ নির্ণায়ক ম্যাচে পিঠের চোটের জন্য ছিটকে গেলেন দীপক চাহর। তাঁর পরিবর্তে দলে প্রবেশ নিলেন দিল্লির তরুণ পেসার নবদীপ সাইনি।

বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে সমস্ত ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছিলেন চাহর। মাত্র সাত রানে ছ’টি উইকেট নিয়ে সমস্ত আলো কেড়ে নিয়েছিলেন নিজের দিকে। তবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে নিজের সেরাটা দিতে দেখা যায়নি তাঁকে।

বিশাখাপত্তনমের দ্বিতীয় ম্যাচে পিঠে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে যেতে হল এই বিধ্বংসী বোলারকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ”দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেন দীপক। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করে দেখার পরে বিশ্রামের পরামর্শ দিয়েছে।” চিকিত্‍সকদের পরামর্শমতো তৃতীয় ও সিরিজ নির্ণায়ক ম্যাচে দেখা যাবে না দীপক চহারকে।এখন প্রশ্ন নবদীপ কি দীপক চহারের বিকল্প হয়ে উঠতে পারবেন তৃতীয় দিন অর্থাৎ নির্ণায়ক ম্যাচে ?

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: