@ দেবশ্রী : কাউকেই ছাড়ছে না এই মারণ করোনা ভাইরাস। এবারে তা হানা দিল সুপ্রিম কোর্টে। করোনা আক্রান্ত হলেন সুপ্রিম কোর্টের এক কর্মচারী। তার সংস্পর্শে আসায় আরও দু’জনকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।
জানা যাচ্ছে লকডাউনের মাঝেই গত ১৬ এপ্রিল আক্রান্তকারী আদালতে এসেছিলেন জরুরি ফাইল দেওয়ার কারনে এছাড়া আরও বার দু’য়েক তিনি আদালতে আসেন।
সোমবার এই খবর জানার পরই তার সংস্পর্শে আসায় দুই রেজিস্ট্রারকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। যদিও দেশের সর্বোচ্চ আদালতের গেটে থার্মাল স্ক্যানিং সিস্টেম রয়েছে, কিন্তু তারপরেও গত ১৬ এপ্রিল ওই ব্যক্তি সেই চেকিংয়ের মধ্যে দিয়ে গেলেও তার শরীরে অস্বাভাবিক তাপমাত্রা প্রকাশ পায়নি। কিন্তু গত তিন দিন ধরে বেশ জ্বর থাকায় গত রবিবার তাঁর টেস্ট হয়। সেই রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে।