সুরক্ষা বলয় ভাঙলো হোয়াটসঅ্যাপের
সুরক্ষা বলয় ভাঙলো হোয়াটসঅ্যাপের, পেছনে রয়েছে ইজরায়েলের সাইবার ক্রাইম সংস্থা
হোয়াটসঅ্যাপের সুরক্ষা বলয় ভেঙে প্রতিনিয়ত চুরি হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য। সেইকথা কি আপনার জানা আছে ? আজ্ঞে হ্যাঁ ! এমনটাই হচ্ছে আপনার আড়ালে আর এইটা যে, কোনো গুজব নয় বরং সত্যি, সেটা স্বীকারও করে নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আর এর পরেই সারা পৃথিবীর ১৫০ কোটি ইউজারকে হোয়াটসঅ্যাপ আপডেট করার জন্য অনুরোধ জানায় কর্তৃপক্ষ। এই ঘটনায় আঙ্গুল উঠছে একটি ইজরায়েল সংস্থার দিকে। এর আগেও ওই সংস্থার বিরুদ্ধে সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ উঠেছিল।হোয়াটসঅ্যাপের সুরক্ষা বলয় ভাঙতে ব্যবহার করা হয়েছিল এই অ্যাপের ‘ভয়েস কলিং’ ফিচার। কোনও একটি নির্দিষ্ট মোবাইল সেটে ‘ভয়েস কল’ করে এই সফটওয়্যার ‘ইনস্টল’ করে দিচ্ছিল হ্যাকাররা। কল না ধরলেও ‘ইনস্টল’ হয়ে যাচ্ছিল এই নজরদারি সফটওয়্যার। এমনকি, তা উধাও হয়ে যেত মোবাইলের ‘কল লিস্ট’ থেকেও। এর পরই ওই নির্দিষ্ট মোবাইল থেকে সমস্ত তথ্য পাচার শুরু করে দিত সফটওয়্যারটি।।এর আগে অ্যাপলের শক্তিশালী সুরক্ষা বলয়ও ভেঙে ফেলেছিলো এই সংস্থাটি। এছাড়া বিভিন্ন দেশকে গোপনে সাইবার অস্ত্রও সরবরাহ করার অভিযোগ আছে এই সংস্থার বিরুদ্ধে। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের পক্ষ থেকে সবরকম সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।