Entertainment

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে আবারো রহস্য দানা বাঁধছে

রহস্য দানা বাঁধছে সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু তদন্ত নিয়ে।

পল্লবী কুন্ডু : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে একের পর এক নয়া মোড়। আর এবার তদন্তে উঠে এলো সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ান-এর নাম। একের পর এক রহস্য দানা বাঁধছে দিশার মৃত্যু ঘিরেও।সূত্র বলছে, দিশা শেষ ফোন করেছিলেন তবে ফোন টা তিনি সুশান্ত কে নয় করেছিলেন অঙ্কিতাকে। 8 ই জুন বহুতলে পার্টি করছিলেন বন্ধুরা এবং ফিয়ন্সে, অতিরিক্ত মদ্যপান করে প্রায় বেহুঁশ হয়ে পড়েন দিশা।

এরপর নিজের ঘরে গিয়ে তিনি দরজা ভিতর থেকে বন্ধ করে দেন বাইরে থেকে সবাই ডাকাডাকি করলেও সাড়া না মেলায় দরজা ভেঙেছে দেখা যায় 14 তোলা বিল্ডিং থেকে নিচে পড়ে আছেন দিশা। কিন্তু এখন প্রশ্ন একটাই কেন দিশা সুশান্ত কে নয় অঙ্কিতা কে ফোন করেছিলেন ? সুশান্তের মৃত্যুর সাথে কি দিশার মৃত্যুও জড়িয়ে আছে ? অঙ্কিতাকেই বা কি বলতে চেয়েছিলেন দিশা ? এই মুহূর্তে নানান প্রশ্ন উঠছে যার উত্তর অধরাই রয়ে যাচ্ছে।]

একদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে যখন জল্পনা তুঙ্গে, যখন সুশান্তের মৃত্যুর তদন্তের কোনও দিশা পাচ্ছেন না তদন্তকারীরা তখন উল্টো দিকে আরও রহস্য দানা বাঁধছে সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু তদন্ত নিয়ে।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
Close
Close
%d bloggers like this: