Entertainment

সৃজিত মুখোপাধ্যায়ের আরও একটি পিরিয়ড ছবি ‘গুমনামী’

সৃজিত মুখার্জী এর দুটি পিরিয়েড ছবির পর 'গুমনামী'।প্রসেনজিৎ কে একটা নতুন লুকে দেখা গেছে এই ছবিতে। নেতাজির অনেক ছবিতে প্লেন ক্রাশের ঘটনাটি দেখানো হয়নি কিন্তু এই সিনেমাতে দেখানো হবে।

সায়ন্তনী রায় : পুজোর আর বেশিদিন বাকি নেই। মহালয়া আসা মানেই পুজো শুরু হয়ে যাওয়া। পুজোতে ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে মানুষেরা ছবি দেখতেও পছন্দ করেন। পুজোতে আসতে চলেছে প্রসেনজিৎ চক্রবর্তীর নতুন ছবি ‘গুমনামী’। ‘জাতিস্মর’, ‘রাজকাহিনী’র পরে ‘গুমনামী’ হল সৃজিত মুখোপাধ্যায়ের আরও একটি পিরিয়ড ছবি। একটি পিরিয়েড ফিল্ম তৈরী করতে অনেক পরিশ্রম করতে হয়। পিরিয়েড ফিল্ম-এ যেটি সবচেয়ে প্রয়োজনীয় খুঁটিনাটি সব কিছুর ওপর লক্ষ্য রাখা। সেট, মিউজিক, চরিত্রায়ণ, সব কিছু ঠিকঠাক না হলে কাহিনীটি ফুটিয়ে তোলা যায়না। পরিচালক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন চরিত্রদের রূপের উপর। নেতাজির চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক নিয়ে অনেক রিসার্চ করার পর সিন্ধান্তে আসেন পরিচালক। এই ছবিতে গান্ধীজি ও জওহরলাল নেহেরু এরও চরিত্র আছে। আগে যত নেতাজির ছবি দেখা গেছে সেই সব ছবিতে প্লেন ক্র্যাশের অংশটা না দেখালেও এই  ছবিতে তা রিক্রিয়েট করা হয়েছে। চরিত্র বাছার মতনই আর্ট ডিজাইনও কষ্টের কাজ। এই ছবিতে মুখার্জি কমিশনের ঘটনাটি ক্রিয়েট করা হয়েছে। শুটিংরের সময় একজনকে পাওয়া যায় যিনি মুখার্জি কমিশনের সময়ে উপস্থিত ছিলেন। তিনি আর্ট ডিজাইনের টিমকে সাহায্য করেন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d