Entertainment

সে যাই হোক আলিয়াকে কিন্তু বরণ করে নিতে প্রস্তুত করিনা

‘‘আলিয়া যদি আমাদের পরিবারের অংশ হয়, তবে আমি সবচেয়ে বেশি খুশি হব।’’ - বললেন বেবো

শীর্ষা  সেন :    বেবো র সমতুল্য কি আলিয়া ? এ প্রশ্নই একবার করেছিল করিনা কপূর কে তাঁর  গসিপ পার্টনার করণ জোহর। করণ -এর ভাষায় – ‘‘আলিয়া ভট্ট কি পরবর্তী করিনা হবেন?’’ সে প্রশ্নের জবাবে করিনা বলেন ‘‘ওর করিনা হওয়ার কী দরকার? ও আলিয়াই হবে।’’ করণ -এর গসিপের

পার্টনার করিনা এবং তাঁর  সেরা আবিস্কার হলেন আলিয়া ভট্ট। দুই প্রজন্মের এই দুই অভিনেত্রীকে মুম্বইয়ে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের  (মামি) এক মঞ্চে হাজির করেছিলেন করণ।

সিনেমা সম্পর্কিত আলোচনার সাথে সাথে রণবীর কপূরের সঙ্গে আলিয়ার বিয়ের পরিকল্পনা নিয়েও প্রশ্ন ওঠে ক্রমাগত।

আলিয়া কিন্তু সন্তর্পনে এড়িয়ে যান এই বিষয়ের প্রশ্নগুলি। এই সুযোগে করিনা বলে ওঠেন ‘‘আলিয়া যদি আমাদের পরিবারের অংশ হয়, তবে আমি সবচেয়ে বেশি খুশি হব।’’ এর সাথে সাথে করণ ও বলেন ‘‘আমি আর বেবো থালি হাতে দাঁড়িয়ে থাকব আলিয়াকে বরণের জন্য।’’

করণের  এই আলাপচারিতায় শুধুই খুশির রসদ ছিল। কিন্তু একটুকু  ‘গম’ না দিলে কি পুরো ছবি জমে? ‘‘এত দিন ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এ বার ফিল্ম ফেস্টিভ্যালকেও কিটি পার্টি বানিয়ে ছাড়ল এরা,’’ টুইট করেছেন কঙ্গনার দিদি রঙ্গোলি। এখানেই থামেননি তিনি। পরপর কয়েকটি টুইটে লিখেছেন, ‘‘মামি-র শেষ আলোচনা থেকে আমরা এটাই জানলাম, আলিয়া সবচেয়ে ভাল অভিনেত্রী। আর ও করিনাজির ভাবি হবেন…’’

করিনা ও আলিয়া প্রথম বার একসঙ্গে থাকবেন করণের  ‘তখ্‌ত’-এ। রঙ্গোলি যা-ই লিখুন, এই সুযোগে ছবির একদফা প্রচার সারলেন করণের।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: