সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেলেন টলিউডের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়
বাঙালী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় উমাকে হাসি মুখে বিদায় জানাতে।
সায়ন্তনী রায় : সবে সবে বাঙালী তার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কাটিয়ে উঠেছে।দশমী চলে যাওয়ার পর সব বাঙালীর চোখে এক কষ্টের ছবি।সেই বিষাদকে মনের কোনে নিয়ে আগামীর জন্য ফের অপেক্ষা শুরু করে দিয়েছে বাঙালী।আবার নতুন করে জামাকাপড় কেনা সাজগোজের সরঞ্জাম সব কিছু আবার নতুন করে ভাবদে শুরু করে দিয়েছে । তাদের মধ্যে অন্যতম বাঙালীদের মধ্যে একজন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ঘরের মেয়ে উমাকে যেন হাসি মুখেই বিদায় জানালেন।বিষাদ যেন মনের উপর থাবা না বসায়।দশমীর পর নিজের ইনস্টাগ্রাম ওয়ালে একটি ভিডিয়ো শেয়ার করেন টলিউডের এই অভিনেত্রী। যেখানে ‘আসছে বছর আবার হবে’ বলে উমাকে বিদায় জানান স্বস্তিকা মুখোপাধ্যায়।গাল ভর্তি করে সিঁদুর মেখে স্বস্তিকা যখন বন্ধুদের সঙ্গে দুর্গা বিসর্জনের জন্য যান, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসে এবং তারপরোক্ষনের মধ্যেই ভিডিয়োটি ছড়িয়ে পড়ে।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার ভিডিওটির লিঙ্ক নিচে দেওয়া হলো
https://www.instagram.com/swastikamukherjee13/?utm_source=ig_embed