সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নাগমা ও প্রভু দেবা -এর পুরোনো ভিডিও
এতদিন পর এই ভিডিওটি ভাইরাল হওয়ার মানে কি সেই নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা।
সায়ন্তনী রায় : বলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী প্রভু দেবা ও নাগমার একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে।তাঁদের ঘনিষ্ট দৃশ্যের এই ভিডিওটি ভাইরাল হওয়ায় অনেক বিতর্ক উঠেছে।ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা গেছে এটি একটি সিনেমার দৃশ্য।কিন্তু এতদিন পর এই ভিডিওটি ভাইরাল হওয়ার মানে কি সেই নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা তুঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় কিছু ভাইরাল হতে এক মুহূর্তও দেরি হয় না। বিশ্বের এক কোণের খবর আর এক কোণে ছড়িয়ে পড়তে কয়েক মিনিটই যথেষ্ট। এক ঝটকায় কোটি কোটি মানুষের হাতের মুঠোয় চলে আসে যে কোনও রকমের ঘটনা। তেমনই নাগমা ও প্রভু দেবার এক পুরনো ভিডিও আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।এই প্রসঙ্গে জানা গেছে, নাগমা হঠাৎই অভিনয় ছেড়ে দিয়ে রাজনীতির ময়দানে প্রবেশ করেছিলেন।বলিউডে অভিনেত্রীর প্রথম ছবি ছিল “বাগি- এ রেবেল ফর লাভ”। এই ছবিতে অভিনয় করেই বেশ সাড়া ফেলেছিলেন তিনি। এরপরে আর থেমে থাকতে হয়নি তাঁকে। ‘সুহাগ’, ‘চল মেরে ভাই’, ‘ইয়ালগা’র ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন তিনি।