Women

স্কুটি চালানো শিখতে গিয়ে, খোওয়াতে হল প্রাণ !

রাস্তায় ঘটে চলেছে একের পর এক অঘটন, প্রাণ হারাচ্ছে মানুষ।

@ দেবশ্রী : নতুন গাড়ি চালানো শিখতে গিয়েই হয়ে গেল কাল। বান্ধবীর সাথে নতুন স্কুটি চড়তে গিয়ে মৃত্যু ঘটে, উত্তর ২৪ পরগনার হাবড়ায় হাবড়ার বাণীপুর বাণী নিকেতনের ববি দে নামে এক ছাত্রীর। সাংঘাতিক যখন অবস্থায় ভর্তি আরও এক ছাত্রী। ঘটনাটি ঘটে, বৃহস্পতিবার সন্ধ্যায় হাবড়া থানা এলাকার পৃথিবা পঞ্চায়েতে যশুরে।

সূত্রের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার ববি তাঁর নতুন কেনা স্কুটিটি দেখাতে নিয়ে গিয়েছিল তার বান্ধবী অঙ্কিতা সরকারকে। এরপর বান্ধবী অঙ্কিতা ববিকে প্রস্তাব দেয় নতুন স্কুটি করে দুজনে ঘুরে আসার জন্য। ববি এতে রাজিও হয়ে যায় কারন সে বান্ধবীর কাছে স্কুটি চালানো শিখতেই এসেছিল। অঙ্কিতা ববিকে স্কুটিতে চাপিয়ে বদর বেড়াচাঁপা রোডের দিকে গেলে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাঁচিলে গিয়ে সজোরে ধাক্কা মারে। দু’জনেই স্কুটি থেকে ছিটকে যায়।

ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তাঁদেরকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিত্‍সকরা ববিকে আর জি কর হাসপাতালে এবং অঙ্কিতাকে বারাসতে স্থানান্তরিত করলে আর জি কর হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই ঘটে যায় ববির মৃত্যু। অপর দিকে অঙ্কিতার অবস্থাও বেশ আশঙ্কাজনক। ববির মৃত্যুতে তাঁর পরিবারে উপর শোকের ছায়া নেমে এসেছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: