স্টান্ট দেখাতে গিয়েই, পা ফসকে হাসপাতালে ভর্তি, মহিলা অ্যাক্রোব্যাটিক জ্যাকি।
সার্কাসে হয় অনেক ভয়ঙ্কর ও দম বন্ধ করা, কসরত। কিন্তু সেই কসরত-ই হয়ে দাঁড়ায় প্রাণের হুমকি হয়ে।
@ দেবশ্রী : আচমকা ঘটে যায় একটি বড় দুর্ঘটনা। সার্কাসের খেলা দেখতে গিয়েই, ঘটে যায় একটা বড় দুর্ঘটনা। সার্কাসে খেলা দেখছিলেন, এক মহিলা অ্যাক্রোব্যাট। কিন্তু পারফরমেন্স এর মাঝেই, পা ফসকে গিয়ে পড়ে যান, তিনি। ভয়ে আতঙ্কের মধ্যে চিৎকার করে উঠেছিলেন গ্যালারিতে ভরা দর্শকেরা। তবে কিছু জন আবার ভেবেছিলেন এটা তার স্টান্টেরই অংশ। কিন্তু খানিকক্ষন সময় কেটে যাওয়ার পরে, যখন মাটি থেকে ওই অ্যাক্রোব্যাট উঠে না দাঁড়ান তখন সবার মনে সন্দেহ জাগে। তখনই বোঝা যায় একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে।
খবরের সূত্রে জানা যায়, ডেলি মেলের একটি রিপোর্ট অনুসারে, লন্ডনের হাইড পার্কে উইন্টার ওয়ান্ডারল্যান্ড ইভেন্টে অ্যাক্রোব্যাট প্রদর্শন করতে গিয়েছিলেন ৩৫ বছরের জ্যাকি আর্মস্ট্রং। ক্রিস্টমাস সার্কাসে ছিল তাঁর শো। শূন্যে ভেসে থাকা জ্যাকির স্টান্টে মজেছিলেন আট থেকে আশি। অনায়াসে একের পর এক কসরত করে যাচ্ছিলেন ওই অ্যাক্রোব্যাট। কিন্তু সেই সময়েই ঘটে যায় ওই বড় দুর্ঘটনাটি। হটাৎ করেই পা ফসকে যায় জ্যাকির। সঙ্গে সঙ্গে নিচে ছিটকে পরে যান তিনি। কর্তৃপক্ষের অনুমান, প্রায় ৩০ ফুট উঁচু থেকে পড়ে গিয়েছিলেন জ্যাকি। জ্যাকির এই রকম ভয়ঙ্কর ভাবে পরে যাওয়াতে আঁতকে উঠেছিল সকল দর্শক। সার্কাস কর্তৃপক্ষের লোকজনও ভয় পেয়ে গেছিল, এমন ঘটনা দেখে।
কিছু সময়ের জন্য অনেকে ভেবেছিলেন, এটা তার কাজেরই একটা অংশ। কেউবা ভেবেছিল, হয়তো পরিস্থিতি খুব খারাপ হওয়ার আগেই নিজেকে সামলে নেবেন জ্যাকি। কিন্তু কিছুক্ষনের মধ্যেই সেই ভুল ধারণা ভেঙে যার সবার। সঙ্গে সঙ্গে প্যারামেডিকেল টিমকে ডাকতে শুরু করেন সবাই। সব মিলিয়ে গ্যালারিতে তৈরী হয় একটি ভয়ঙ্কর পরিবেশ। জ্যাকিকে উদ্ধার করার পর, ফাঁকা করে দেওয়া হয়, গোটা গ্যালারি। এই মুহূর্তে জ্যাকিকে হাসপাতালে নিয়ে যায় ও প্যারামেডিক্যাল টিম। তার পরিস্থিতি এই মুহূর্তে কেমন সেই বিষয়ে কোনো তথ্য এখনও জানা যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে।
জিপোস সার্কাসের তরফ থেকে জানানো হয়েছে, ব্রিটিশ অ্যাক্রোব্যাট জ্যাকি আর্মস্ট্রন সেদিন এরিয়াল অ্যাক্ট প্রদর্শন করছিলেন। এই স্টান্ট প্রদর্শনটিতে জ্যাকির জুড়ি মেলা ভার বলে জানায় সার্কাস কর্তৃপক্ষ। জানা যায় গত ১০ বছর ধরে নিখুঁত ভাবে এই স্টান্ট করছেন, জ্যাকি। তার মতো এমন দক্ষ অ্যাক্রোব্যাটিকের সাথে কিভাবে এমন ঘটনা ঘটে গেল তা কেউই এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না। জ্যাকি ভালোমতই জানটেন যে মাইক্রো সেকেন্ডের ভুলেও তাঁর মৃত্যু অনিবার্য। হয়তো বা সারা
তাঁর অবস্থা এখন কেমন সে ব্যাপারে বিশেষ কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সার্কাস কর্তৃপক্ষের থেকে জানা গেছে গোটা ঘটনার তদন্ত করা হবে। আপাতত হাসপাতালের চিকিত্সাধীনে রয়েছেন জ্যাকি। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সামিল হয়েছেন জিপোস সার্কাসের সকলেই। জ্যাকির স্টান্টের ভক্তরাও প্রার্থনা করছেন তাঁর সুস্থতার জন্য।