স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
স্ত্রীর মাথাকেটে ব্যাগে ঢুকিয়ে থানায় আত্মসমর্পণ করলো স্বামী
সোমবার সকাল ৬টা নাগাদ পাথরপ্রতিমা থানায় ঢুকে স্বাবাভিক ভাবেই এক যুবক বড়বাবুর খোঁজ করেন। এবং কি দরকার এই ব্যাপারে ডিউটি অফিসার তার কাছে বড় বাবুকে খোঁজার কারণ জানতে চাইলে সে জানায় সে তার স্ত্রীকে হত্যা করে ব্যাগে তার মুন্ডু নিয়ে এসেছে। এবং এই কারণে যেন তাকে এরেস্ট করা হয়।এবং স্কুল ব্যাগ থেকে স্ত্রীর মুন্ডু বার করে ডিউটি অফিসারকে দেখানো তিনি। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়ায় থানায়। জানা গেছে ভদ্রলোকের নাম অভিজিৎ দাস বয়স ৩১। তার বাবার নাম গৌড় দাস ভদ্রলোক জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের ১৩১ নম্বর বুথের বিজেপি সভাপতি। সোমবার ভোরে স্ত্রী অম্বা দাসের হাত পা মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার মুন্ডু কেটে নেন তিনি। এবং তারপর থানায় আত্মসমর্পণ করতে যান। তাদের সাড়ে তিন বছরের একটি মেয়ে আছে। এই ঘটনার পর পুলিশ এলাকায় যাওয়ার পর ঘটনাটি এলাকায় জানাজানি হয়েছে বলে জানা গেছে। তার আগে পর্যন্ত এই ব্যাপারে অজ্ঞাত ছিল এলাকাবাসী।