Women
স্বপ্নপূরণের পথে রুচিমুদ্রা
কেরল সরকারের প্রাথমিক আর্থিক সহায়তায় খুলল ট্রান্সওমেনদের প্রথম হোটেল
২০১৭ সালে কেরল সরকার মেট্রো রেলে ১৭ জন ট্রান্সজেন্ডারকে চাকরি দিয়েছিলো ,আর এইবার প্রাথমিক অর্থ সাহায্য করলো, ছয়জন ট্রান্সওমেনের একটি দলকে। অদিতি, সায়া, প্রীতি, প্রণব, রাগারঞ্জিনী আর মিনাক্ষী এই ছয়জনের অনেকদিন থেকেই স্বপ্ন ছিল নিজেদের জন্য কিছু করার। অবশেষে কোচিতে চারতলার হোটেল খুলে হলো সেই স্বপ্নপূরণ।তাদের ছয়জনের দল রুচিমুদ্রার নামেই, রাখা হয়েছে, হোটেলের নাম। সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত আছে রুচিমুদ্রা।