Weather

হচ্ছে প্রবল তুষারপাত, সিকিমে আটকে রয়েছেন পর্যটকেরা।

ঘুরতে যেতে গিয়ে রাস্তায় আটকে রয়েছেন পর্যটকেরা, উদ্ধার করতে এগিয়ে আসেন ভারতীয় সেনারা।

@ দেবশ্রী : শীতকাল মানেই ঘুরতে যাওয়ার জন্য আদর্শ সময়। আর এই সময় বেশিরভাগ মানুষ ঠান্ডার জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। আর বছরের শেষের দিকে বেশ জাঁকিয়ে পড়েছে শীত। আর এই সময়েই, প্রবল তুষারপাত ও শিলাবৃষ্টি হচ্ছে সিকিমে। পূর্ব সিকিমে সেই প্রবল তুষারপাতের জেরে রাস্তা বন্ধ হওয়ার ফলে সেখানে আটকে পড়েছে বেশ কিছু পর্যটক।

সমস্ত আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনা। সূএের খবর, তাদের গ্যাংটক নিয়ে আসা হবে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প-সহ উষ্ণ পূর্বের হাওয়া রাজ্যে প্রবেশ করছে। সাথে রয়েছে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। বৃহ্স্পতিবার বৃষ্টির পর থেকে পারদ আরও কিছুটা কমে গেছে। আর তার জেরেই সৃষ্টি হচ্ছে এমন আবহাওয়ার।

সূত্রের মাধ্যমে জানা যায়, দার্জিলিংয়ের তিনধরিয়া, লাচুং, সোনাদা, কালিম্পংয়ের রিশপে সকাল থেকেই হচ্ছে তুষারপাত। আর তুষারপাতের জেরে ৩০০ থেকে ৫০০টি গাড়ি আটকে পড়ে। তারপর ভারতীয় সেনারা সেখান থেকে উদ্ধার করে আটকে পরা গাড়ি গুলিকে। জানা যায়, প্রবল তুষারপাতের কারণে লাচুং থেকে ইয়াংথাম ভ্যালি হয়ে জিরো পয়েন্ট আর লাচেন থেকে গুরুদোম্বার লেক যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় রয়েছে নিয়ন্ত্রণে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: