Youth

হটাৎই কলকাতা মেডিক্যাল কলেজের ৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা রুগীর !

রহস্যজনকভাবে ঘটে যায় মৃত্যু, তবে সন্দেহ মানসিক অবসাদের কারন।

@ দেবশ্রী : হটাৎই আত্মহত্যা। সময় তখন প্রায় ১১:৩০ টা নাগাদ, কলকাতা মেডিক্যাল কলেজের ৬ তলা থেকে রহস্যজনকভাবে ঝাঁপ দেয় বছর কুড়ির রিয়াজউদ্দিন মন্ডল। দ্রুত চিকিৎসা করা হলেও বাঁচানো যায়নি তাকে। অপারেশন টেবিলেই প্রাণ হারায় রোগী। এই ঘটনা ঘিরে তৈরী হয়েছে চাঞ্চল্য। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন, রোগীর পরিজনেরা।

সূত্রের মাধ্যমে জানা যায়, গত দেড়মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন, ২০ বছরের রিয়াজউদ্দিন মন্ডল। গতকাল মঙ্গলবার নব নির্মিত সুপার স্পেশালিটি বিল্ডিং এর নিউরো মেডিসিন বিভাগে ভর্তি হন তিনি। কিন্তু বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ওয়ার্ডে চিকিত্‍সকেরা ভিজিট করার সময়েই আচমকা বেড থেকে ছুটে গিয়ে জানালার লক খুলে ঝাঁপ দেয়, রিয়াজউদ্দিন ! তবে কী কারনে সে ঝাঁপ দেয় তা জানা যায়নি।

জানা যায়, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিল্ডিংয়ের পিছনের অংশ জনমানবহীন। ছয় তলা থেকে আছড়ে পড়ার পর উপর থেকে কর্মীরা নীচে খবর দিলে অন্য কর্মীরা যান। উদ্ধার করেন। জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্রুত অস্ত্রোপচার শুরু হয়। কিন্তু অপারেশান টেবিলেই মৃত্যু হয় যুবকের।

ঘটনায় হাসপাতাল সুপার জানান, আমরা খবর পেয়েছি, সব দিকে খোঁজ নিচ্ছি। এই ঘটনার তদন্ত শুরু করেছে বউবাজার থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানাচ্ছে, মানসিক সমস্যার কারণেই ঝাঁপ দিয়েছেন রোগী। ইতিমধ্যেই সুপারের নির্দেশে ঘটনার তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন হাসপাতালের সুপার-সহ নিউরো ও ফরেনসিক বিভাগের প্রধানরা। এখনও পর্যন্ত অন্য কোনো তথ্য উঠে আসেনি এই ঘটনায়।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: