Weather
হটাৎ তারাবাতির বিচ্ছুরণ মাঝ আকাশে
সন্ধ্যা হতে না হতে বিদ্যুতের প্রকাশে দিনের শেষে বাড়ি ফেরার তারায় রাস্তায় হুড়োহুড়ি। কথা ছিলোনা আবহাওয়া দফতরের তবুও দেখা যাচ্ছে। কলকাতায় আজ সন্ধ্যায় বড়ো বেশি ট্রাফিক সামলাতে পুলিশ হিমশিম খাচ্ছে। আজ গরমের পরিমান ৩০ ডিগ্রি , তাই নিস্তার পেতে বাড়িমুখী।