হাউসফুল ইডেনের মাঠ। অপেক্ষা ঐতিহাসিক ম্যাচের।
নানা সমালোচনা ভেদ করে, তৈরী হতে চলেছে রণক্ষেত্র।দর্শকের উত্তেজনা তুঙ্গে।

@ দেবশ্রী : ২২শে নভেম্বর হতে চলেছে এক ঐতিহাসিক দিন রাতের টেস্ট ম্যাচ। ভারত বনাম বাংলাদেশ। এই টেস্ট ম্যাচ নিয়ে ক্রিকেট মহল থেকে শুরু করে, দর্শকদের মধ্যেও উত্তেজনার পারদ তুঙ্গে। তবে এই খেলায় ইডেনের মাঠ কতটা ভর্তি হবে সেই নিয়েই বেশ তর্ক বিতর্ক ও সমালোচনা চলছিল। অনেকের মনেই ভয় ছিল, যে হরে টিকিট বিক্রি হচ্ছে তাতে হয়তো গ্যালারি ভর্তি হবে না। তবে সে বিষয়ে বোর্ড প্রেসিডেন্ট ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী জানান যে, মাঠ ভর্তি হবে। এমন ঐতিহাসিক ম্যাচ দেখতে সমস্ত ক্রিকেট প্রেমীরা হাজির হবে খেলার মাঠে। আর সে দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট। তবে খবর পাওয়া যাচ্ছে কাউন্টার থেকে আর দর্শকরা টিকিট পাবেন না হয়তো।
খেলার উত্তেজনা যখন তুঙ্গে.. নানান প্রস্তুতি পর্ব যখন শুরু সেই সময় একটি সুখবর পাওয়া গেল সৌরভ গাঙ্গুলীর থেকে। মঙ্গলবার তিনি জানান যে, ইডেনের দিন রাতের টেস্ট ম্যাচের প্রথম ৪ দিনের খেলতে ম্যাথ ভর্তি হয়ে গেছে। তিনি আরও বলেন যে, খেলার জন্য এতো ভালোবাসা ও দর্শকদের উত্তেজনা দেখে তিনি আপ্লুত। জানান গেছে, দর্শকদের নিরাপত্তা রক্ষার কথা ভেবেই কিছু সিট্ ফাঁকা রাখা হচ্ছে। যাতে মাঠের মধ্যে কোনো রূপ বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। অনলাইনে টিকিট বুক হয়ে যাওয়ার পরে যে কিছু টিকিট বরাদ্দ থাকবে তা ইডেনের কাউন্টারে আর পাঠানো হবে না বলে জানা গেছে।
ইতিমধ্যেই ইন্দোর থেকে ভারত ও বাংলাদেশ এর দল কলকাতাতে এসে পৌঁছেছে। তবে তাদের আগেই কলকাতাতে এসে পৌঁছেছিল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। তবে তাঁরা হোটেলেই ছিলেন। মঙ্গলবার বিকেলে কোচ রবি শাস্ত্রী আসেন মাঠ পরিদর্শন করতে। পরে ধীরে ধীরে দলের বাকি খেলোয়াড়রা ও কলকাতাতে এসে পৌঁছান। বুধবার সকালে পুলিশ এসে ইডেনের মাঠ পরিদর্শন করে যান সাথে আসেন বাঙলাদেশের কিছু দূত ও। তবে সব মিলিয়ে এখন উত্তেজনা তুঙ্গে। সেজে উঠেছে ইডেনের ম্যাথ। এখন শুধু অপেক্ষা ঐতিহাসিক ম্যাচের।