Entertainment

কণিকা কাপুরের সাপোর্ট করায় রোষের ম্মুখে সোনাম কাপুর।

কণিকা কাপুরের এমন দায়িত্বজ্ঞানহীন আচার নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই, তবে তাঁর পাশে দাঁড়ালেন সোনাম।

@ দেবশ্রী : আবারও সোশ্যাল মিডিয়া তে ট্রল হলেন অভিনেত্রী সোনাম কাপুর। আর এবারের কারন গায়িকা কণিকা কাপুর। সম্প্রতি লন্ডন থেকে ফিরে করোনায় আক্রান্ত হয়ে আপাতত লখনউ-এ ভর্তি রয়েছেন গায়িকা কণিকা কপূর। দেশে ফিরে হোম কোয়রান্টিন থাকার পরিবর্তে কণিকার পার্টি করার ঘটনায় যখন বলিউডের অধিকাংশ ব্যক্তিত্ব থেকে সাধারণমানুষ কণিকার উপর রাগে ফুঁসছে, ঠিক তখনই গায়িকার পাশে দাঁড়িয়ে নেটাগরিকদের রোষের মুখে পড়লেন অভিনেত্রী সোনম কপূর।

এই প্রসঙ্গে শনিবার টুইটারে একটি পোস্ট করেছেন অভিনেত্রী সোনম। সেখানে তিনি লিখেছেন, ‘কণিকা দেশে ফিরে এসেছে ৯ তারিখ। ভারতীয়রাও নিজেকে কোয়রান্টিন করে না রেখে সেই সময় চুটিয়ে হোলি খেলেছে।’

এর পরেই নেটাগরিকদের একাংশ টুইটারে সোনমকে লেখেন, ‘যখন বিদেশ থেকে কণিকা ফিরলেন, তখন তাঁর বাধ্যতামূলক ভাবে ১৪দিন কোয়রান্টিনের যাওয়া উচিত্‍ ছিল। কিন্তু তিনি সেই নির্দেশ কোনোরূপেই মানেননি। বরং পার্টি করে বেড়িয়েছেন। রং খেলেছেন। আপনি এত কিছুর পরেও কী ভাবে ওঁকে সমর্থন করতে পারেন?’ এ বিষয়ে আরেক জনের বক্তব্য, ‘কপূর সারনেম বলেই কি আপনি কণিকার প্রতি এতটা সদয় হলেন?’

কণিকার করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছিল বিভিন্ন মহলে। অক্ষয় কুমার থেকে বাপ্পি লাহিড়ী, গায়িকার অবিবেচক কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় ভর্ত্‍সনা জানিয়েছিলেন তাঁকে। কণিকা দেশে ফেরার পর থেকে যে যে পার্টিতে গিয়েছিলেন তাঁর একটিতে বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া এবং তাঁর পুত্র সাংসদ দুষ্মন্ত সিংহ-সহ উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ এবং রাজস্থানের আরও ৯৬ জন সাংসদ। এঁদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, প্রাক্তন সেনা প্রধান ভি কে সিংহ, গজেন্দ্র শেখাওয়াত, অর্জুন রাম মেঘাওয়াল, কৈলাস চৌধুরি, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, হেমা মালিনী, রীতা বহুগুণা, সাক্ষী মহারাজ প্রমুখ। কেবল তাই নয়, দুষ্মন্ত এর পর দিল্লি ফিরে এসে রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের প্রাতরাশ বৈঠকে যোগ দিয়েছিলেন। যেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি।

রাষ্ট্রপতি ভবন ছাড়াও সংসদের অধিবেশন ও সংসদীয় কমিটির বৈঠকেও উপস্থিত ছিলেন দুষ্মন্ত। কণিকা-দুষ্মন্তের যোগাযোগের কারণে সাংসদেও ছড়িয়ে পড়েছিল করোনা-আতঙ্ক। তবে শনিবার বসুন্ধরা টুইট করে জানান, তিনি ও তাঁর ছেলের করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া ভাল আছে কণিকাও। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘অল্প জ্বর রয়েছে। তবে চিন্তার কারণ নেই।’

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading