West Bengal
হাবড়া পুলিশের হাতে বন্দুকবাজ
নাম সঞ্জয় মন্ডল বয়স 35 বছর বাড়ি তিন নম্বর রেল কলোনি, গতকাল রাত্রে হাবরা থানায় গোপন সূত্রে খবর পায় শ্রীনগর শ্মশানের আশে পাশে একটি ছেলে বন্ধুক নিয়ে ঘোরাফেরা করছে, হাবরা থানা পুলিশ সেখান থেকে তাকে একটি বন্দুক একটি গুলিসহ হাতেনাতে ধরে আজকে তাকে বারাসাত আদালতে পাঠানো হয়।