Culture

হিংসার রাজনীতির মাঝেই শান্তির উৎসব ,দেশজুড়ে পালিত হচ্ছে গৌতম বৌদ্ধের জন্মোৎসব

ভেদাভেদের রাজনীতি যখন চরমে , বৌদ্ধ পূর্ণিমায় শান্তি কামনায় কলকাতা সহ গোটা দেশ

চলছে লোকসভা নির্বাচন ২০১৯।কাল সপ্তম এবং শেষ দফার নির্বাচন কিন্তু তার আগেই ভোটের লড়াইকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হিংসা হানাহানির খবর ভেসে আসছে চতুর্দিক থেকে। আর এই হিংসা হানাহানির মাঝেই কলকাতা-সহ দেশজুড়ে পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের কাছে বৌদ্ধ পূর্ণিমা খুব গুরুত্ব পূর্ণ উৎসব। এই দিনে খিস্টপূর্ব ৩,০০০বছর আগে  বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্ম হয়। .তাঁর আসল নাম সিদ্ধার্থ। সাংসারিক জীবনের বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি সন্ন্যাস নেন। তিনি হিংসা, দ্বেষ ত্যাগ করে শান্তির বাণী ছড়িয়েছিলেন। আজ সারা দেশে যখন অশান্তির  আবহাওয়া তখন বৌদ্ধ পূর্ণিমায়, গৌতম বৌদ্ধ-কে স্মরণ করে, শান্তির দ্বীপ জ্বালাচ্ছেন সকলে। 

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: