Economy Finance

হেঁশেল সামলাতে গিয়ে, নাজেহাল সাধারণ মানুষ !

ক্রমাগত বেড়েই চলেছে বাজার দর, চিন্তায় মাথায় হাত সাধারণ মানুষের।

@ দেবশ্রী : মানুষের দৈনন্দিন জীবনে প্রত্যহ অনেক খরচ। তবে যে খরচটি সব থেকে বেশি হয়, তা হল হেঁশেলের খরচ। আর এই হেঁশেলের খরচেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। যত দিন যাচ্ছে ততই যেন বৃদ্ধি পাচ্ছে বাজারের মাশুল। বাজার করতে গিয়ে খানিক হিমশিম খাচ্ছে সাধারণ মানুষেরা। কমছে না জিনিসের দাম, উল্টে ক্রমাগত বেড়েই চলেছে। এখন সপ্তাহের শেষের দিকে যেন আরই মাত্রা বৃদ্ধি হচ্ছে। আজ শুক্রবারের হাটেও বাজারের দাম বেশ চড়া।

খোলা বাজারে,জ্যোতি আলুর দাম, ২২-২৪ টাকা প্রতি কিলো। নতুন আলুর দাম ৪০ টাকা প্রতি কিলো, পেয়াঁজের দাম ৭০-৮০ টাকা প্রতি কিলো, আদা ১০০ প্রতি কিলো, কুমড়ো ২৫-৩০ টাকা প্রতি কিলো, এবং ফুল কপি প্রতি পিস ২০- ৩০ টাকা।

বাজারে মাছের দাম ও বেশ চড়া, ভেটকি পাওয়া যাচ্ছে ৫৫০-৬০০ টাকায়, গলদা চিংড়ির দাম ৬০০-৭০০ টাকা, বাগদা চিংড়ির দাম ৮০০ টাকা, তোপসে পাওয়া যাচ্ছে ৬০০ টাকায়, পমফ্রেট এর দাম ৭০০ টাকা, চিতল ৯০০ টাকা, পাবদা ৬০০-৭০০টাকা, ট্যাংরা ৬৫০-৭০০ টাকা, পার্শে – ৫০০টাকা দামের হরে বিক্রি হচ্ছে বাজারে।

খোলা বাজারের থেকে পাইকারি বাজার এর খুব একটা কিন্তু কম নয়। দোকানদেরকেও দিতে হচ্ছে এর জন্য ভালো পরিমানের মাশুল। জ্যোতি আলু পাওয়া যাচ্ছে ১৭-১৮ টাকা প্রতি কিলোতে, পিঁয়াজ ৫৪–৬৩ টাকা প্রতি কিলো, আদা ১৬০–২০০ টাকা প্রতি কিলো, নতুন আদা ১০০–১২০ টাকা প্রতি কিলো, পটল ৪০-৪৫ টাকা প্রতি কিলো, ঢ্যাঁড়শ ৫৫-৬০ টাকা প্রতি কিলো, কুমড়ো ১২-১৫ টাকা প্রতি কিলো, উচ্ছে ৫০-৬০ টাকা প্রতি কিলো, ঝিঙে ৪০-৫২ টাকা প্রতি কিলো, বেগুন ৩০-৪০ টাকা প্রতি কিলো, টমেটো ২৮-৩০ টাকা প্রতি কিলো, লঙ্কা ২৫-৪০ টাকা প্রতি কিলো, গাজর ৪০ –৪৫ টাকা প্রতি কিলো, বাঁধাকপি ২৮- ৩০ টাকা প্রতি কিলো, ফুল কপি প্রতি পিস ১০- ২০ টাকা, বরবটি – ৬০ –৭০ টাকা প্রতি কিলো, করলা ৫০–৬০ প্রতি কিলো, লাউ ১২ –১৪ টাকা প্রতি কিলো, পেপে ১২-১৪ টাকা প্রতি কিলো, সিম- ৩৫-৪০ টাকা প্রতি কিলো।

অর্থাৎ সব মিলিয়ে বাজারের দাম বেশ চড়া মূল্যের। তবে আশা করা যাচ্ছে, প্রশাসন এই দিকে নজর দেবেন এবং সাধারণ মানুষের কথা ভাববেন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: