“হে বন্ধু বিদায়ে “- শীতের অনিশ্চয়তা সারা কলকাতার মন জুড়ে
শীতের বিদায়ে ঘন্টা বেজে গেছে কি না তা স্পষ্ট ভাবে এখনই বলে সম্ভব নয় আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষে

তিয়াসা মিত্র : বিগত কয়েকদিনে তাপমাত্রা ওপর নিচ করছে কলকাতার বুকে, তবে আজ যেন পারদ স্তম্ভ বিদ্রোহে উর্ধ মুখী। কোনো জানুয়ারির মাত্র ৯ তারিখেই এই অবস্থা ? আবহাওয়া দপ্তর জানাচ্ছে এর কারণ পশ্চিমি ঝঞ্ঝা, শীতের মূল আকর্ষণ উত্তরে হওয়া বাধা পেচে যার কারণে, তাই এই অসস্থিকর পরিবেশ সৃষ্ট হয়েছে কলকাতা এবং কলকাতা শহরতলিতে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। অলিপুর হাওয়া অফিস পূর্বাভাসে জানাচ্ছে, পৌষের শেষে রাতের শীতের দেখা সে ভাবে মিলবে না। অর্থাৎ সেই বাঘা শীতের মায়া এবছর ত্যাগ করতে হবে শীতপ্রিয় মানুষদের।
হাওয়া অফিস জানাচ্ছে শীতের বদল বৃষ্টি হবে সঙ্গী। ১১ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকেই কলকাতা ও তার সন্নিহিত এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধ ও বৃহস্পতিবার সেই বৃষ্টি আরও বাড়তে পারে। কোনও এলাকায় বজ্রগর্ভ মেঘের সম্ভাবনাও রয়েছে। বাঁকুড়া, বীরভূম পুরুলিয়া, বর্ধমানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। তবে ১৬ই জানুয়ারির পর আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। এই মরশুমে শীতের বিদায়ে ঘন্টা বেজে গেছে কি না তা স্পষ্ট ভাবে এখনই বলে সম্ভব নয় আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষে।
তবে এই মুহূর্তে যে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে তা সত্যি শরীর এবং মন দুটির ওপরই চাপ সৃষ্টি করেছে বলাই বাহুল্য।