Science & Tech

হোয়াটসআপের্ নতুন চাবি কাঠি

হোয়াটসআপ স্ট্যাটাসের সিস্টেমের নতুন ফিচার

সায়ন্তনী রায় : বর্তমান যুগে সবকিছুই এখন আপডেডেট। যেমন হোয়াটসআপ , ফেসবুক সব রকম আপ। হোয়াটসআপ-এর নতুন আপডেডেট ভার্সান এসেছে। যেটির সুবিধা হলো হোয়াটসআপ থেকে সরাসরি ফেসবুকে ছবি ,ভিডিও পোস্ট করতে পারবেন। সেটি করতে গেলে কিছু স্টেপ পেরোতে হবে। প্রথমে আপনার যাবতীয় স্টেটাস শেয়ার করতে হবে। তারপর দেখাবে ‘শেয়ার টু ফেসবুক স্টোরি ‘ সেখানে স্পর্শ করলে ব্যাপার টি আপলোড হয়ে যাবে।আপনি পরেও করতে পারেন।স্টেটাস এ যাবেন দেন দেখবেন আপনার পাশ করা ছবি ও ভিডিওর পাশে তিনটি ডট সেটাতে চাট করলে ফরওয়ার্ড, শেয়ার…, শেয়ার টু ফেসবুক ও ডিলিট অপশন পাবেন। সেখান থেকে আপনি আপনার ছবি, ভিডিও আপলোড পারবেন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: