“হয় ক্ষমা চান না হলে চলবে আন্দোলন” -দাবি জুনিয়র ডাক্তারদের
মমতা বন্দোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে দাবি করলেন এনএরএসের জুনিয়র ডাক্তাররা।
মুখ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারির পর আরও বেঁকে বসলেন এনএরএসের জুনিয়র ডাক্তাররা। এনএরএসের আন্দোলন কারীদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে আনলেন প্র্রত্যাহার করা চলবে না।
আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এসএসকেম হাসপাতালে ৪ ঘন্টার মধ্যে যোগ দেওয়ার নির্দেশ যেন আর তার পরেই এনআরএস হাসপাতালে জেনারেল বডি (জিডি )মিটিং করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তারা বলেন এই হুমকির কাছে তারা মাথা নত করবেন না। মুখমন্ত্রী এসএসকেএম-এ বলেছিলেন এরা জুনিয়র ডাক্তার নন , এরা বহিরাগত।
এই প্রশ্নেই এনএরএসের আন্দোনকারীরা প্রশ্ন তোলেন , মুখ্যমন্ত্রী কী ভাবে বলতে পারেন, যে আন্দোলকারীরা বিজেপি, না সিপিএম অথবা বহিরাগত। এই ধরণের মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।