West Bengal
বোমা ফেটে আক্রান্ত ১০০ দিনের কর্মী
জেলার পুলিশ ব্যর্থ , দুষ্কৃতী ধরতে - আতঙ্ক গ্রস্ত গ্রাম
গোপালনগর থানার সাতঘরিয়া এলাকায় জানিপুরের সাইফ উদ্দিন গাজীর বাড়িতে ১০০ দিনের কাজ করতে গিয়ে বোমায় জখম হলো আজানুর মন্ডল। সূত্রে জানা গিয়েছে গোপালনগর দু’নম্বর পঞ্চায়েতের এলাকায় ১০০ দিনের প্রকল্পের কাজ করতে গিয়েছিল আজানুর মন্ডল। একটি ছোট পুকুরে মাটি কেটে পার বাধা ছিল।জনা পনেরো ব্যাক্তি আজ সকাল থেকে এই কাজ করছিল ।একটা নাগাদ মাটি কোপাতে কোপাতে একটি গর্তের মধ্যে কোপ দিলে তার মধ্যে লুকিয়ে রাখা বোমা ফেটে যায়। হাতে, বুকে, মুখে আঘাত লাগে। বোমের টুকরো ঢুকে যায় শরীরে । গুরুতর জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে আসে। এলাকায় উত্তেজনা৷ ক্ষতিপূরণ এবং এলাকার থেকে সমস্ত বোমা উদ্ধারের দাবি এলাকার মানুষের।