Economy Finance

১৪ টাকার টাকার পরিবর্তে ১০ লক্ষ টাকা জরিমানা ডমিনোজের।

ক্যারি ব্যাগের জন্য গ্রাহকদের কাছে থেকে টাকা নেওয়া বারণ কিন্তু তার পরেও টাকা নেওয়ায় পিৎজা কোম্পানিকে দিতে হল বিরাট অঙ্কের মাশুল।

@ দেবশ্রী : সামান্য ১৪ টাকার জন্যে জরিমানা দিতে হল ১০ লক্ষ টাকা। একটি ক্যারি ব্যাগ এর দাম মাত্র ১৪ টাকা কিন্তু গ্রাহকের থেকে বেশি দাম চায় ডমিনোজ পিত্‍জা কোম্পানি। আইন অনুযায়ী, গ্রাহকদের থেকে নেওয়া যাবে না ক্যারি ব্যাগের টাকা। কিন্তু ঠিক সেই কাজটাই করে ডমিনোজ। আর তার জন্যই দিতে হয় মোটা অঙ্কের পরিমান। এই ঘটনা প্রথম নয়, এর আগেও ঘটেছে এই ঘটনা কিন্তু কোনো রকম শিক্ষা নেয়নি কোম্পানি।

ঘটনাটি ঘটে চণ্ডিগড়ে। দু’‌জন গ্রাহক যাঁদের থেকে ক্যারি ব্যাগের জন্য ১৪ টাকা বেশি নেওয়া হয়েছে, তাপর তাঁরা ডমিনোজ কোম্পানির বিরুদ্ধে দায়ের করেন অভিযোগ। তারপরই সবার সামনে আসে এই বিষয়টি। ডমিনোজের শাস্তি হিসাবে ওই দুই গ্রাহককে তো ১৪ টাকা ফিরিয়ে দিতে হয়েছেই। পাশাপাশি হেনস্থার জন্য আরও ১৫০০ টাকা দিতে হয় জরিমানা।

এছাড়া ডমিনোজকে বলা হয়েছে, চণ্ডিগড়ের পুওর পেশেন্ট ওয়েলফেয়ার ফান্ডে আরও ৯ লক্ষ ৮০ হাজার টাকা জমা করতে। এই ঘটনার পরে মাথায় হাত ডমিনোজ পিত্‍জার। তরিঘরি করে রাজ্যের কনসিউমার ডিসপিউট রেড্রেসাল কমিশনে এই সাজা খারিজের আবেদন নিয়ে হাজির হয় জুবিলিয়ান্ট ফুড ওয়ার্কস লিমিটেড, ডমিনোজ পিত্‍জা ব্র‌্যান্ডের এই কোম্পানি। যদিও ডমিনোজের এই আবেদনকে কোনোরকম পাত্তাই দেয়নি কমিশন।

এই ঘটনা চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও একবার ঘটিয়েছিল ডমিনোজ। সেবারও প্রায় পাঁচ পক্ষ টাকার মতো জরিমানা দিতে হয়েছিল কোম্পানিকে। আর শুধু ডমিনোজই নয়, চণ্ডিগড়ের একাধিক ব্র‌্যান্ড এই আইনের শিকার হয়েছে। বিগ বাজার, লাইফস্ট্যাইল, ওয়েস্টসাইড, বাটা কোম্পানিকেও বিশাল অঙ্কের জরিমানা দিতে হয়েছে গ্রাহকের কাছে ক্যারি ব্যাগের দাম চাওয়ার জন্য। তাই সাবধান করা হচ্ছে প্রত্যেকটি কোম্পানীকে বারংবার। সাথেই সাবধান করা হচ্ছে সাধারণ মানুষকে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: