২০১৯ বাজেটে মহিলাদের আশা প্রত্যাশা ‘নারী থেকে নারায়ণী’
বাজেটের মধ্যে হিন্দুবাদের ছায়া আছে বলে বিশেষজ্ঞদের মত। বিতর্ক সারা দেশে ! মহিলাদের শিক্ষিত করেতোলার প্রয়াস নেই এই বাজেটে , পরিবার পরিকল্পনা , মহিলা নিরাপত্তা , সব মিলিয়ে ধর্মীয় আঁধারে নিখুদ প্রয়াস।সামাজিক সুরক্ষার কোন ক্ষেত্রে রইলোনা। আগামী কি ভালো হবে ?

১) সরকার বিলগ্নিকরণের প্রস্তাব রাখলেন ১ লক্ষ ৫০০০ কোটি টাকা
২) কেন্দ্র সরকার একটি বিশেষজ্ঞ কমিটি ঘঠন করবেন এর জন্য ৩) ৫ বছরে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন মহিলাদের জন্য
৪) বিকল্প কর্মসংস্থানের জন্য অনলাইন হোম লোন, ডোর টু ডোর পরিষেবায় জোর দেওয়া হবে কর্ম দিবস সৃষ্টি করা
৫) মহিলাদের স্বনির্ভরতার জন্য ৭০ হাজার কোটি টাকা দেওয়া হবে সরকারি ব্যাঙ্কগুলিকে
৬) ১ লক্ষ কোটি নন পারফর্মিং অ্যাসেট কমেছে
৭) পেটেন্ট এবং জিওগ্রাফিক ইন্ডিকেশন দেওয়া হবে
৮) সরকার বিশেষ প্রকল্প আনবে শিল্পী ও কারিগরদের জন্য সৃজনশীল ক্ষেত্রে
৯) সাম্প্রতিক ভোটে মহিলাদের ভোটদানের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে
১০) নতুন একটি কমিটি ঘঠন হবে যা মহিলাদের এই কাজের মূল্যায়ন, সাহায্য উন্নয়নে সাহায্য করবে
১১) এই সরকার মহিলাদের ভুমিকা ও সুবিধা দিতে বদ্ধপরিকর
১২) সীতারামনের মহিলাদের উন্নয়নে স্লোগান ‘নারী থেকে নারায়ণী’
১৩)অনাবাসী ভারতীয়দের জন্য আধারকার্ড দেওয়া হবে
১৪ ) নারী শিক্ষার কথা নেই এই বাজেটে তবে লোন দেবে কুঠির শিল্পের জন্য
১৫) পরিবার পরিকল্পনা বা জনসংখ্যা নিয়ন্তনের কোন কথা নেই এই বাজেটে
১৬) এলইডি বালব দেয়া হবে
১৭) সৌরবাতি ও সৌরবিদ্যুৎ তৈরিতে উৎসাহ দেবে সরকার মহিলাদের
১৮)তারফলে ১৮৩৪১ কোটি টাকা সাশ্রয় হচ্ছে দেশের এর ফলে প্রতি বছর
১৯) খরচ কমেছে সার্বিক ভাবে , ৩৫ কোটি এলইডি বাল্ব বিতরণ করা হয়েছে উজ্জ্বলা যোজনায়,
২০) ৬০ বছর বয়সের পর অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য মাসে ৩০০০ টাকা, সরকার পেনশনের ব্যবস্থা করেছে
২১) এই সরকার ‘মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স’-এর কথা বললেন
২২) ST ও SC দের জন্য স্টার্ট-আপে বিশেষ সুবিধা দেওয়া হবে
২৩) মহিলাদের ব্যবসায় উৎসাহ দিতে ব্যাঙ্কগুলি যথাসাধ্য আর্থিক সাহায্য করবে
২৪ মহিলা ব্যবসায়ীদের উৎসাহ বাড়বে, নানা ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহ বাড়বে, নিজেদের ব্যবসা বাড়াতেও সহায়ক হবে
২৫) দূরদর্শনে টেলিভিশন প্রোগ্রাম শুরু করতে চাই আমরা শুধুমাত্র স্টার্ট-আপ ব্যবসার প্রচারের জন্য