প্রেরণা দত্ত: ২০২০ সালের দুর্গাপুজোয় মহালয়া আর পুজোর মধ্যে এক মাসের ফারাক। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুরুর এই কাঙ্খিত ভোর, আগামী বছর সেপ্টেম্বরের সতেরো তারিখ হবে। কিন্তু ২০২০ সালের দুর্গাপুজো ২১ অক্টোবর থেকে শুরু হবে। অর্থাৎ তার ঠিক একমাস আগেই হয়ে যাবে মহালয়া। ফলে মহালয়া থেকেই লম্বা কাউন্টডাউন শুরু দুর্গাপুজোর।
১৯৮২ সালে এবং ২০০১ সালেও এমন ঘটনা ঘটেছিল। মহালয়ার সঙ্গে দেবীর বোধনের সময়ের তফাত্ ছিল এক মাসেরও বেশি সময়। বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্ত প্রেস দুই পঞ্জিকা মতেই, আগামী বছর দুটো অমাবস্যা একই মাসে পড়ায় আশ্বিন মাস মল মাস। তাই পুজো পিছিয়ে কার্তিক মাসে করা হয়েছে৷
উনিশ বছর পর আবারও পুনরাবৃত্তি হতে চলেছে সেই ঘটনার৷ এ হেন নিয়ম নিয়ে জোর বিতর্ক উঠলেও পঞ্জিকার নিয়ম মেনেই কিন্তু পুজো হবে।