Analysis

২৩ শে মে ফলাফল দেখে সিদ্ধান্ত : ভেঙে যেতে পারে কি বিধান সভা ? বিপদে তৃণমূল

কালীঘাটে জোর গুঞ্জন দল ছাড়তে পারেন ৬৭ জন বিধায়ক , ৭ জন মন্ত্রী , ১৯ জন কাউন্সেলর ২ জন নেতা ৫ জন ছাত্র নেতা

এক্সিট পোলের ফলাফল আস্তে না আসতেই তৃণমূল ভাঙবার সম্ভবনা তৈরী হচ্ছে , বিশেষ সূত্র মারফোত যা জানা যাচ্ছে
কেন এই দল বদল তার প্রশ্নের উত্তর খোঁজ করার জন্য ওপিনিয়ন টাইমস এর একটি সমীক্ষা চালানো হচ্ছে -পর্ব -১
দলবদলের প্রথম পর্বে আমরা শুধু কত জন কি ধরণের নেতা কর্মী রা চলে যেতে পারেন তার প্রাথমিক ধারণা দেবার চেষ্টা করছি । এদর অনেকেই এসেছিলেন বাম, কংগ্রেস ও বিজেপি দল থেকে ও কিছু পুরানো নেতা যারা অনেক দিন ধরে দলে থেকেও কোনো ভালো জায়গা পাননি তারা ও তাদের অনুগামী নিয়ে যুক্ত হতে পারেন বিজেপি তে।

কারা করা দল বদল করছেন :
১) ৩ জন মন্ত্রী ও ৪ জন প্রতিমন্ত্রী
২) ৬৭ জন বিধায়ক
৩) ১৯ জন কাউন্সিলর
৪) ২জন মেয়র
৫) ৪ টি পৌরসভার চেয়ারম্যান সহ ৩১ জন পৌরপ্রতিনিধি
৬) ৫ জন ছাত্র নেতা সহ ৩০০ কর্মী
৭) ২ জন বড় মাপের নেতা
৮) কলকাতার বসে যাওয়া সিন্ডিকেটের একটা বড় অংশও চলেযেতে পারে বিজেপিতে।
৯) আগে মন্ত্রী ছিলেন এখন নেই এই ধরণের ৯ জন যাচ্ছেন বিজেপিতে
১০) দক্ষিণ ২৪ পরগনার জেলাস্তরের নেতা ১৪ জন সাথে ৩ জন জেলা পরিষদের সদস্য সহ ৪০০০ হাজার কর্মী।
১১) উত্তর ২৪ পরগনার ৬ জন বড় নেতা সহ ৩০০ জন কর্মী যুক্ত হতে পারেন
১২) দিল্লির এক নেতার সাথেও কথা হচ্ছে বলে জানা গেছে

বলা বাহুল্য তৃণমূলের সুপ্রিমও অনুমান করেন এই ঘটনা , কারণ কিছুদিন আগে একটি দলীয় মিটিং এ বলেছিলেন ছিলেন মমতা ব্যানার্জী – ” যারা যাবার তাদের জন্য দরজা খোলা ” . অতয়েব সব কিছু নির্ভর করবে ২৩ শে মে বিকেল ৩.৩০ মিনিটের পর।

(ওপরের এই তথ্যের কোনো দায় ভার ওপিনিয়ন টাইমস এর নয়)

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: