Entertainment

৩ সন্তানকে নিয়ে লস এঞ্জেলসে পাড়ি দিলেন সানি লিওন, ভাইরাল ছবি

৩ সন্তানের সঙ্গে সানির ওই ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

প্রেরনা দত্তঃ স্বামী ড‍্যানিয়েল ওয়েবার ও তিন ছেলে মেয়ে নিশা, আশার ও নোয়াকে নিয়ে রাতারাতি লস এঞ্জেলসের বাড়িতে পৌঁছে গিয়েছেন তিনি। অবিশ্বাস‍্য লাগলেও এমনটাই জানিয়েছেন অভিনেত্রী নিজেই।লস এঞ্জেলস থেকে নিজের বাড়িতে বসে ছবি শেয়ার করেন সানি লিওন।সাথে ৩ সন্তান নিশা, এশার এবং নোয়া।

লস এঞ্জেলসে নিজের বাড়িতে বাগানের মধ্যে সিঁড়ির উপর বসে থাকতে দেখা যাচ্ছে সানিকে। নিশা, নোয়া, এশারকে নিয়েই ওই সিঁড়ির উপর বসে থাকতে দেখা যায় প্রাক্তন নীল তারকাকে। ৩ সন্তানের সঙ্গে সানির ওই ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি মাতৃদিবস উপলক্ষে একটি ছবি শেয়ার করেন সানি। ছবির ক‍্যাপশনে তিনি জানিয়েছেন, এই অদৃশ‍্য করোনা ভাইরাস থেকে সন্তানদের দূরে রাখতে লস এঞ্জেলসের বাড়িই বেশি সুরক্ষিত মনে হয়েছে তাঁর এবং ড‍্যানিয়েলের। তাই এই সিদ্ধান্ত। এই ছবিটিও সেখানে বসেই তোলা বলে জানিয়েছেন সানি।তবে লকডাউনের মধ‍্যে মুম্বই থেকে লস এঞ্জেলস কিভাবে পাড়ি দিলেন সানি সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে এই বিষয়ে আর মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: