Weather

৪৮ঘন্টায় ভারী মরশুম আসার সম্ভাবনা,জানালো আলিপুর আবহাওয়া দপ্তর

কপালে চিন্তার ভাঁজ : পুজো উদ্যোগতা থেকে আমপাব্লিক

সায়ন্তনী রায় : পুজো বাকি আর ৭দিন।মণ্ডপে মণ্ডপে চলছে তোড়জোড়। নিঃস্বাস ফেলারও সময় নেই। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কলকাতা ও পার্শবর্তী অঞ্চলে ঝমঝমিয়ে বৃষ্টি আস্তে চলেছে।পর পর বৃষ্টি হলে কিভাবে কাজ শেষ করবেন কারিগররা। মাথায় হাত এখন মণ্ডপের সদস্যদের। কুমোরটুলিতে মৃত্তিকাশিল্পীদের কাজ বেড়ে গেলো।আগে বৃষ্টি হয়নি ঠিকই কিন্তু পরে গিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির আগমন।এ বছর বর্ষার মরশুমে পড়েছে পুজো। আলিপুর আবহাওয়া দপ্তর আরো ব্যাস্ত করে তুললো মানুষদের জানিয়ে ৪৮ঘন্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পূজিতেও যে বৃষ্টি হবেনা তারও কোনো নিশ্চয়তা নেই।

শুধু কলকাতাতেই নয় হাওড়া ও দুই দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। নতুন করে চিন্তা বাড়ালো আলিপুর আবহাওয়া দপ্তর। কোলকাতা মানুষের এখন চিন্তা একটাই,বৃষ্টি।দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু লাগোয়া এলাকায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।তাছাড়া আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হবে।এ ছাড়াও দুই মেদিনীপুর এবং পশ্চিমের জেলাগুলিতেও কোথাও কোথাও বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: