Women

৫ বছরের মেয়ের সামনে বাবা মাকে জ্যান্ত জ্বালিয়ে দিলো : অভিযোগ কেন তিন তালাক বিরুদ্ধে পুলিশে নালিশ করলো স্ত্রী !

নাসিফ তবে পুলিসের পরামর্শে কর্ণপাত করেননি । বাড়ি ফিরে ফের স্ত্রীকে বেরিয়ে যেতে বলেন তিনি ও দুজনের মধ্যে বিতণ্ডা শুরু হয়।

উত্তর প্রদেশের শ্রাবস্তীর জেলায় তিন তালাক দেওয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পর স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারল এক ব্যক্তি। শুক্রবার ৫ বছরের মেয়ের সামনে মাকে পুড়িয়ে মারেন বাবা।

নাসিফ মুম্বই থেকে ফোনে সইদা নামে ওই মহিলাকে তিন তালাক দেন।ফলে ৬ অগাস্ট অভিযোগ জানাতে স্থানীয় থানায় গেলে অভিযোগ না নিয়েই তাঁকে ফিরিয়ে দেন পুলিস আধিকারিকরা।পুলিশ আধিকারিকরা তাকে স্বামীর সঙ্গেই ঘর করতে তাঁকে পরামর্শ দেন।১৫ অগাস্ট দিনের নিলে নাসিফ অর্থাৎ সইদার স্বামীকে থানায় ডেকে পাঠিয়ে সতর্ক করা হয় নাসিফ নামে ওই ব্যক্তিকে।

নাসিফ বাড়ি ফিরে ফের স্ত্রীকে বেরিয়ে যেতে বললে বিবাদ চরমে ওঠে।নাসিফ পুলিসের পরামর্শে কর্ণপাত করেননি ।এর পর বেধড়ক মারে নাসিফ সাঈদ কে , নিহত নাসিফার মেয়ে জানিয়েছে, নাসিফের বাড়ির সকলে মাইল রাস্তায় বার করে বাড়ির সবাই মিলে জ্যান্ত পুড়িয়ে মেরেছে তার মাকে। প্রথমে বাবা চুলের মুঠি ধরে। এর পর তার পিসিরা মায়ের গায়ে কেরোসিন ঢেলে দেয়। শেষে ঠাকুমা দেশলাই জ্বালিয়ে ছুড়ে মারেন মায়ের গায়ে।

বিয়ের পর থেকেই সাইদার ওপর চালাতো অত্যাচার শশুর বাড়ির লোক। মেয়ে হবার পর অত্যাচার আরো বাড়ে কন্যা সন্তান জন্ম কেন হল বলে। নাসিফ মুম্বাইয়ে ঠিক শ্রমিকের কাজ করে। ফলে সাইডার সন্দেহ ছিল অন্য মিহিলার সাথে সঙ্গে করা বিষয়ে কে কেন্দ্র করে। তো যে এই দিন ঘটনা চরমে ওঠে তাই ফলে নির্মম হত্যা কান্ড ঘটে যায়। পুলিশ ফেরার স্বামীকে খুঁজছে। পরিবারের অন্য্ সকল কে গ্রেফতার কাছে আর ছোট্ট শিশুটিকে শিশু সুরক্ষা সমিতির কাছে আছে।

সারা দেশে এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে , কারণ গত সপ্তাহেই তিন তালাক বিল রোধ হয় , আর তার পর এই ঘটনা যথেষ্ট গুরুত্ব সৃষ্টি করছে যোগী সরকারের ওপর। ফলে দেশ জুড়ে মহিলা অধিকার নিয়ে যে শোন্ সংখ্যা কাজ করেন তারা এই বিষয়ে সব হয়েছেন ইতিমধ্যে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: