Sports Opinion

” ৬৭/১ “প্রথমেই তুলে নিলেন উইকেট। ৯ ওভারে নিউজিল্যান্ড এক উইকেটে মাত্র 63 রান। ভয়ঙ্কর বুমরা,

ভারতের পেসাররা শুরু থেকেই আগুন জ্বালাচ্ছেন । যশপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমার ঝড় তুলছেন আর এই পিচ গতির পিচ । নিউজিল্যান্ডের রান এক উইকেটে 63। হারিয়ে গিয়েছে কিউয়িদের ফ্রি ফ্লোয়িং ক্রিকেট।

প্রথম বলেই আউটের আবেদন করেছিলেন তিনি কিন্তু রিভিউয়ে দেখা যায় বল বেরিয়ে যাচ্ছিল।বুমরা নিউজিল্যান্ডের ইনিংসে প্রথম ধাক্কাটি দেন । মার্টিন গাপ্তিলকে স্লিপে ধরেন কোহালি।শরীর লক্ষ্য করে ধেয়ে আসা বল এড়াতে পারেননি গাপ্তিল, ঘণ্টায় ১৩৮ কিমি গতিতে ।কোহালির হাতে বল ব্যাটে ছুঁয়ে চলে যায় । চান্স দেন নি বিরাট।

গাপ্তিল সেকেন্ড স্লিপে কোহালির হাতে ধরা পড়েন । কিউয়িদের রান তখন ১। ভারতের দুই ওপেনিং বোলারকে ঠিক মতো সামলাতে পারছেন না নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা।
হাওড়া ইউনিয়ন মাঠে থেকে” কি হবে আজ নিউজিল্যান্ড ও ভারত এর ম্যাচে “
ক্রিকেট কোচ মোহম্মদ নাসিমের সাথে আছেন রাহুল গুপ্ত

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: