Nation

আতঙ্ক থামার নাম নেই, দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮

কী চেহারা নেবে এই করোনা ?

@ দেবশ্রী : বেড়েই উদ্বেগের হার। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। এতদিনের লকডাউনের পরেও তার উপর লাগাম টানা যাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত গোটা দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ৭ হাজার ৪৬৬। তবে একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তেমনি অপরদিকে সুস্থ হচ্ছেন অনেক মানুষ। করোনাকে হারিয়ে তাঁরা বাড়ি ফিরছেন। এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন।

এই মারণ করোনা ভাইরাসের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মধ্যে মহারাষ্ট্রেই। মহারাষ্ট্রে প্রায় ৯০ হাজার ছুঁতে চলেছে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৮ হাজার ৫২৮। মহারাষ্ট্রে করোনায় মৃত বেড়ে ৩ হাজার ১৬৯।

সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। সেরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ২২৯। তামিলনাড়ুতে এখনও পর্যন্ত করোনায় ২৮৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে যাবতীয় তত্‍পরতা নিলেও সংক্রমণের পায়ে বেড়ি পরাতে হিমশিম দশা রাজ্য প্রশাসনের।

রাজধানী দিল্লিতেও ক্রমেই বাড়ছে উদ্বেগ। ২৯ হাজার ৯৪৩ জন এখনও পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮৭৪ জনের। করোনার সংক্রমণ ছড়াচ্ছে গুজরাতেও। ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে পরিস্থিতি। মঙ্গলবার সকাল পর্যন্ত গুজরাতে ২০ হাজার ৫৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে ১২৮০।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading