Nation

আবারো ‘হু’-এর কটাক্ষের মুখে আমেরিকা

ট্রাম্পের সাথে সকলের সম্পর্কের আসল কারণ আমেরিকার করোনা পরিস্থতি নয়তো !

পল্লবী : আচ্ছা করোনার এরূপ সংক্রমণের জন্য কোনোভাবে মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ছেন নাতো ট্রাম্প ? কখনো আমেরিকা বনাম ভারত ,কখনো আমেরিকা বনাম চিন আবার কখনো আমেরিকা বনাম হু। আর এবার হু-এর সাথে সেই সম্পর্কের টানাপোড়েন জারি রইলো। আমেরিকা বারবার দাবি করে আসছে, চিনের ইউহানের পরীক্ষাগারেই করোনা ভাইরাসের উত্‍পত্তি হয়েছে। সেখান থেকেই ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বে। কিন্তু এতদিন ধরেও কোনও প্রমাণ সামনে আনতে পারেনি আমেরিকা।

এদিন সেই সূত্রেই হু-এর পক্ষ থেকে বলা হল, আমেরিকার থেকে কোনও প্রমাণই তাঁরা পাননি যে বলতে পারেন চিনের ল্যাবে করোনা ভাইরাসের উত্‍পত্তি হয়েছে। তবে তাঁরা বিষয়টি জানতে আগ্রহী। যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে আমেরিকা দ্রুত প্রমাণ দিতে পারলে হু খুশি হবে। জেনেভায় মিশেল রয়ান জানিয়েছেন, ‘‌আমাদের দিক থেকে মনে হয়, গোটা বিষয়টি নিয়ে আন্দাজ করা হয়েছে মাত্র। মার্কিন সরকার থেকে আমাদের কোনও তথ্য এ বিষয়ে দেওয়া হয়নি।’‌ তিনি বলেছেন, ‘‌কোনও তথ্য বা পরিসংখ্যান যদি আমেরিকার কাছে থেকে থাকে, তাহলে তা কবে, কখন ভাগ করে নেওয়া যায়, তা বুঝতে হবে মার্কিন সরকারকেই। হু-এর পক্ষে সম্ভব নয় এভাবে কারওর কথার ওপর নির্ভর করে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা।’‌

রবিবার ট্রাম্পের পরে মাইক পম্পেও দাবি করেছিলেন, তাঁর হাতে যথেষ্ট প্রমাণ আছে যে চিনের ইউহান ল্যাব থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। যদিও হু দাবি করছে, ‘‌চিনের গবেষকরা ক্রমাগত করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁদের থেকে আমরা শিখতে পারি অনেক কিছু। শত্রুতা না বাড়িয়ে একে অপরের মধ্যে আদান প্রদানের সম্পর্ক গড়ে তুললেই ভাল। সেই জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে আমরা এই সংকটের সময়ে একটা উত্তর খুঁজে বার করতে পারব।’‌

করোনা আবহে বার বার কথার পৃষ্ঠে কথা কখনো চিঠির পৃষ্ঠে চিঠি। যেকোনো মূল্যেই সংঘাত অব্যাহত। আর হয়তো সেসবেরি ফায়দা নিচ্ছে ভাইরাস। যখন নিজেরা নিজেদের সংঘাত নিয়ে ব্যাস্ত তখন আরো প্রকট হচ্ছে করোনার প্রকোপ। কেন এই অবস্থা গোটা পৃথিবীর রাজনৈতিক মহলের যেখানে কারোর সাথে কারোর কোনো সংহতি নেই, এর উত্তর আছে কি কারোর কাছে ?

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading