Education Opinion

এবার এমফিল ও পিএইচডি হবে অনলাইনেই

সবকিছু মাথায় রেখেই, নয়া নিয়মাবলী কমিটির

@ দেবশ্রী : করোনার জেরে এখন সকলে গৃহবন্দী। চলছে লকডাউন। এই করোনা ভাইরাসের জন্য কেন্দ্রীয় সরকারের পরীক্ষা থেকে নিয়োগ প্রক্রিয়ায় বদল হয়েছে। এই পরিস্থিতিতে অ্যাকাডেমিকসের প্রক্রিয়া যাতে বন্ধ না হয়ে যায় সেদিকে নজর দিয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলির জন্যও নতুন নির্দেশিকা জারি করেছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC)। জানানো হয়েছে, পিএইচডি (Ph.D.) এবং এমফিল (M. Phil.)-এর ভাইভা পরীক্ষা ভিডিও কনফারেন্সের মাধ্যমেই সম্পন্ন করা হবে।

ইউজিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলি পিএইচডি এবং এমফিল পরীক্ষার ভাইভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুগল, স্কাইপ, মাইক্রোসফট টেকনলজি বা অন্য যে কোনও নির্ভরযোগ্য মাধ্যম ব্যবহার করে করতে পারেন’। এই পরীক্ষার জন্য প্রফেসর আরসি কুহাদের নেতৃত্বে একটি বিশেষজ্ঞদের কমিটি গঠন করা হয়েছে, তারাই তৈরি করেছে এই নিয়মাবলী। বিশ্ব মহামারি করোনা ভাইরাস এবং লকডাউনকে মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে দায়িত্বপ্রাপ্ত কমিটি। শিক্ষকতার গুণগতমানের দিকে নজর দিয়ে নতুন করে তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলী।
বিশ্ব মহামারি করোনা ভাইরাসের আবহে যারা ডিসারটেশন, রিসার্চ পেপার, থিসিস জমা করতে পারেনি তাঁদের জন্য আরও ছ’মাস সময় বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।

ইউজিসির তরফে জারি করা নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘যখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌখিক নেওয়া হবে তখন মাথায় রাখতে হবে রিসার্চ অ্যাডভাইজরি কমিটির সদস্যরা, সংশ্লিষ্ট বিভাগের সব অধ্যাপক, গবেষণার সঙ্গে যুক্ত ছাত্র-ছাত্রীরা এবং যাঁরা পরীক্ষা নিচ্ছেন সেই বিশেষজ্ঞরা সবাই যেন উপস্থিত থাকতে পারেন। এই পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ড করে রাখা ও কারা কারা উপস্থিত রয়েছেন তার রেকর্ডও রাখতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে।’

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading