Big Story

এবার দখলের লড়াইয়ে সিপিআইএম

দত্তপুকুর চন্দ্রপুর ২ নম্বর রেলগেট কাছে। ২০১১ সালে সিপিএমের পার্টি অফিস তৃণমূল দখল করে নেয়।তার পর থেকে আট বছর পরে তৃনমূল দখলে করা পার্টি অফিস আজকে সকালে সিপিএমের দখল করে নেয়। তারপর পার্টি অফিস লাল রঙ কোরে ফেলে। ফিরে পেয়ে আনন্দিত সিপিএমের কমিরা। যদিও তৃণমূলের দাবি এর পেছনে রয়েছে বিজেপি। দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলো তৃণমূল নেতারা।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: