বায়ু দূষণে জীবন নাশ

সতর্কতা জারি আবহাওয়াবিদদের

যে হারে দূষণ বাড়ছে তাতে ঠিক ভারতের স্থান কোথায় এই আশঙ্কা পরিবেশবিদদের।ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ১৮০ টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল ১৭৭ নম্বরে।

বুধবার বিশ্ব পরিবেশ দিবস। রাষ্ট্রপুঞ্জের এ বছরের থিম পরিবেশ দূষণ। দেশের বিভিন্ন শহরে বায়ুদূষণের অবস্থা নিয়ে ঘোরতর প্রশ্ন উঠছে। সরকার কি এই বিষয়ে গুরুত্ব দেবেন তা নিয়ে প্রশ্ন অনেকের। প্রতি বছর দিল্লিই সব থেকে বেশী দূষণের কবলে পরে.সেই তালিকায় নতুন স্থান পেয়েছে কলকাতা।

কেন্দ্রীয় রিপোর্টে বলা হয়েছে দেশের ৭৩ টি শহরে ২৪ ঘন্টা বাতাসের গুণমান পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে ১৩৭ টি মনিটরিং স্টেশন।

বায়ু দূষণ নিয়ে একাধিক রিপোর্ট দেখিয়েছে দেশের ৭৬.৮% মানুষ দূষিত বাতাসে শ্বাস নেন কারণ বাতাসে ভাসমান ধূলিকণার নিরিখে দেশের ১০২ টি শহরেই বায়ু দূষণের মাত্রা ধারাবাহিকভাবে লঙ্ঘিত হয়েছে।

বাতাসে নাইট্রোজেন-ডাই -অক্সাইডে উপস্থিতির হার অনুযায়ী সঙ্কটজনক স্তরে রয়েছে দিল্লি হাওড়া পুনে সহ বিভিন্ন শহর। পরিবেশ মন্ত্রকের এক কর্তার কথায় একটা নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করা হয়েছে।

Exit mobile version