Nation

মার্কিন মুলুকে অব্যাহত মৃত্যু মিছিল

হাজারে হাজারে মানুষ যাচ্ছে মারা, অসহায় সকলে

@ দেবশ্রী : করোনার কবলে আজ সারা বিশ্ব। তবে করোনার দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র। ট্রাম্প প্রশাসন করোনা রুখতে এখনও পুরোপুরি সফল না। এরই মধ্যে শনিবার মার্কিন মুলুকে মৃত্যু হল আরও ১৪৩৫ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ হাজার। কেবল মৃত্যু সংখ্যা না, তরতরিয়ে বেড়ে চলেছে সেখানে আক্রান্তের সংখ্যা, যা বেশ আতঙ্কজনক। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ১৬ হাজারে গিয়ে পৌঁছেছে। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন দেড় লক্ষ মানুষ।

সারা পৃথিবীতে মোট ৩০ লাখ ৪২ হাজারের মধ্যে একা ট্রাম্পের দেশে আক্রান্ত ১০ লক্ষের বেশি। অর্থাত্‍ করোনার মারণ কামড়ে মোট আক্রান্তের মধ্যে ৩ ভাগের ১ ভাগ মার্কিন মুলুকের। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪২ হাজার মানুষের। এরমধ্যে ৬৬ হাজারের বেশি আমেরিকান নিবাসী। অর্থাত্‍ মৃতের দিক থেকেও সারা পৃথিবীর মোট মৃত্যুর মধ্যে প্রায় ৪ ভাগের ১ ভাগ মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়।
দেশের মধ্যে নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬১০ জনের। এরপরেই রয়েছে নিউজার্সি। সেখানে আক্রান্ত ১লক্ষ ২১ হাজার মানুষ। সেখানে মৃতের সংখ্যা ৭ হাজারের অধিক। শুক্রবারের তথ্য অনুযায়ী এই শহর ভিত্তিক রিপোর্ট সামনে এসেছে।

আশঙ্কার বিষয় হল প্রতিদিনই মার্কিন মুলুকে কখনও ১৫০০, কখনও ২০০০ বা তার বেশি মানুষের মৃত্যু ঘটছে। আক্রান্ত প্রতিদিন অসংখ্য। আমেরিকা কোন অন্ধকারের দিকে ছুটছে তা ভেবে শিউরে উঠছে বিশ্বের বাকি দেশগুলি। আর কতটা ভয়ঙ্কর হতে পারে এই করোনা ?

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading