রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখমন্ত্রী।

গতকালে নবান্নে সাংবাদিক বৈঠক হয় সেখানেই তিনি এবিষয়ে কথা বলেন।

পল্লবী : রাজ্যের করোনা পরিস্থিতি দিন গড়ানোর সাথে সাথে হচ্ছে আরো জটিল এই পরিস্থিতিতে গত মঙ্গলবার বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মনোজ ভট্টাচার্য-সহ বামফ্রন্ট নেতৃত্ব নবান্নে গেছেন। তারা করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। গতকালের সাংবাদিক বৈঠকে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন।

গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই রাজ্যে করোনা আক্রান্ত সংখ্যা ৬৯ জন এবং মৃতের সংখ্যা ৫। ৬০ জন আক্রান্ত হয়েছেন ৯ টি পরিবার থেকে। এখন অব্দি করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ৭ টি এলাকাকে চিন্নিত করে পদক্ষেপের পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য দফতর। এই ছাড়াও তিনি বলেন লকডাউন পরিস্থিতিতে যাতে রুজি রুটিতে টান না পরে তাই পান ,ফুলচাষী ও বিড়ি শ্রমিকদের ছাড় দেয়া হয়েছে। ফুল সরবরাহের জন্য যে সমস্ত গাড়ী থাকবে সেগুলিকে আর আটকানো হবেনা, এমনটাই বলেছেন তিনি।

রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমমন্ত্রীর আরও ঘোষণা, ‘চিন্তার কারণ নেই। রোগ নিরাময়ের পথ খুঁজছে রাজ্য। করোনা আক্রান্ত ১৩ জন সুস্থ হয়ে ফিরেছেন। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে কোনও কোনও রাজনৈতিক দলের আইটি সেল রাজনীতি করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। নাম না করে রাজনৈতিক দলগুলিকে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘রাজনীতি করার সময় এটা নয়। বিভিন্ন রাজনৈতিক দলের আইটি সেল ফেক নিউজ ছড়াচ্ছে।’

Exit mobile version