Nation

শুরু হয়ে গেছে, বন্দে ভারত মিশন

এবারে আটকে পড়া ভারতীয়তরা ফিরছে নিজের দেশে

@ দেবশ্রী : লকডাউনে ভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের এবার ফিরিয়ে আনা শুরু হয়ে গেছে। শুভ সূচনা হয়ে গেছে বন্দে ভারত মিশনের। এবারে ভারতীয়রা ফিরছেন নিজের দেশে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, সৌদি আরবের রিয়াধ থেকে ১৩৯জন ভারতীয়কে নিয়ে রবিবার ফিরেছে বিমান।

পাশাপাশি করোনা ত্রাসের আবহে উজবেকিস্তানে আটকে পড়া ২১ জন ভারতীয়কে নিয়েও রবিবার দিল্লিতে ফিরেছে উজবেকিস্তান এয়ারলাইন্স (UZB 3561)-এর বিশেষ বিমান । ফিরতি বিমানে ভারতে আটকে পড়া উজবেকিস্তানের নাগরিকরা ফিরে যাওয়ার পাশাপাশি বেশ কিছু ওষুধপত্রও সেদেশে পাঠাচ্ছে ভারত । ট্যুইটারে উজবেকিস্তানের ভারতীয় দূতাবাসেরও ভূয়সী প্রশংসা করেছেন জয়শঙ্কর ।

‘বন্দে ভারত’ মিশনের আওতায় সে দেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে অনেক উদ্যোগ নিয়ে কাজ করেছে তাশখন্দের ভারতীয় দূতাবাস। উজবেকিস্তানের ভারতীয় দূতাবাসের পাশাপাশি সৌদি আরবের রিয়াধে ভারতীয় দূতাবাস এবং এয়ার ইন্ডিয়াকেও ধন্যবাদ জানিয়েছেন দেশের বিদেশমন্ত্রী।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading