Entertainment

২১ অক্টোবর পর্যন্ত আর একটিও গাছ কাটা যাবে না,অ্যারে-মামলায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভের পাশাপাশি একইসাথে আইনি লড়াইয়েও নেমেছেন আন্দোলনকারীরা

প্রেরণা দত্ত : মেট্রোর কাজের জন্য মুম্বইয়ের আরে কলোনির অরণ্যে গাছ কাটার ব্যাপারে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।সকাল দশটা নাগাদ সুপ্রিম কোর্টে চলে আসেন আবেদনকারীদের তরফে সিনিয়ার আইনজীবী সঞ্জয় হেগড়ে। বেঞ্চের নির্দেশ ২১ অক্টোবর পরবর্তী শুনানি পর্যন্ত আর একটিও গাছ কাটা যাবে না অ্যারে কলোনিতে। আন্দোলনকারীদের তরফে দেওয়া প্রধান বিচারপতিকে চিঠিটি জনস্বার্থ মামলার আবেদন হিসেবে দেখেন বিচারপতিরা। ইতিমধ্যে, জেল থেকে ছাড়া পান গ্রেফতার হওয়া ২৯ জন পরিবেশকর্মী।

আরে এলাকায় গাছ কাটা রুখতে চারটি আবেদন দাখিল হয় বম্বে হাইকোর্টে। কিন্তু চারটিই খারিজ করে দেয় আদালত। মুম্বইয়ের অ্যারে এলাকায় মিঠি নদীর ধারে বিশাল বনাঞ্চলে রয়েছে প্রায় ৫ লক্ষ গাছপালা। এই এলাকাতেই মেট্রো রেলের কারশেড তৈরির সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। তার জন্য ২ হাজার ৬৪৬টি গাছ কাটার অনুমতি দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। তার প্রতিবাদেই লাগাতার প্রতিবাদ-বিক্ষোভে নেমেছেন সমাজকর্মী ও পড়ুয়াদের একটা বড় অংশ। অশান্তি এড়াতে এবং সুপ্রিম কোর্টের বেঞ্চে শুনানির জেরে অ্যারে কলোনিতে সোমবার নতুন করে ১৪৪ ধারা জারি করে মুম্বই পুলিশ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading