Nation

পাক নৌসেনার গুলিতে মৃত ১ মৎস্যজীবী, আহত ১

একের পর এক পাকিস্তানের দৌড়াত্ম্যে নাজেহাল ভারত

শর্মিষ্ঠা বিশ্বাস: শনিবার রাতে গুজরাটের ওখা বন্দরের কাছে ভারতীয় নৌকোকে লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানী নৌবাহিনী। পাকিস্তানী নৌবাহিনীর দাবি, ভারতীয় ওই মৎস্যজীবী তার নৌকো নিয়ে জলসীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পরে, যার ফলে তারা গুলি চালায় নৌচালককে লক্ষ্য করে। গুলিতে নৌচালক মারা যায় এবং আরও এক মৎস্যজীবী আহত হন। ভুলবশত রাতে জলসীমান্ত বুঝতে না পেরে সীমান্ত অতিক্রম করলে, কোনোরকম সুযোগ বা সতর্কবার্তা নাড়িয়ে গুলি চালায় পাক নৌবাহিনী।

রবিবার ওই মৃত মৎস্যজীবীকে ওখা বন্দরে নিয়ে আসা হয় এবং আহত ওই মৎস্যজীবীও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার এফআইআর দায়ের করেছে ভারত এবং এই ঘটনার পিছনে পাকিস্তানের রাজনৈতিক কূটনীতি আছে কিনা তও খতিয়ে দেখা হবে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d