Book Shelf

আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ২০২২ এর মাধ্যমিক মডেল প্রশ্নোত্তর

মাধ্যমিক পরীক্ষার সাতটি বিষয়ের প্রতিটির জন্য ১৫ টি করে মডেল প্রশ্নপত্র।

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি সম্পাদিত এবং রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দের দ্বারা প্রস্তুতকৃত WBGSTA মাধ্যমিক মডেল ২০২২ আজ প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সংক্ষিপ্ত সিলেবাস এবং নতুন প্রশ্ন কাঠামো অনুসরণ করে পর্ষদের নির্দেশিকা অনুযায়ী মাধ্যমিকের প্রতিটি বিষয়ের ১৫ টি করে প্রশ্নপত্র বিশিষ্ট WBGSTA মাধ্যমিক মডেল ২০২২ প্রতিবছরের মতো এবছরও পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি মডেল প্রশ্নপত্র রূপে বিবেচিত হবে বলে সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু জানিয়েছেন। রাজ্যের অধিকাংশ পরীক্ষার্থী বাংলা মাধ্যমে পড়াশোনা করে এই তথ্য মাথায় রেখে এই ১৫ টি মডেল প্রশ্নপত্রের অধিকাংশই বাংলা ভাষায় করা হলেও ইংরাজি মাধ্যমের পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি বিষয়ের একাধিক প্রশ্নপত্র ইংরাজি ভাষায় করা হয়েছে।


এর পাশাপাশি এই বইতে সমস্ত বিষয়ের MCQ এবং SAQ প্রশ্নের আদর্শ উত্তর সংকেত সংযোজন করা হয়েছে। সৌগত বাবু আরো জানান মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে প্রতিটি বিষয়ের সমস্ত মডেল প্রশ্নপত্র এমন ভাবে লিপিবদ্ধ করা হয়েছে যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার অনেক আগেই এই মডেল প্রশ্নপত্র ব্যবহার করে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে।


বিশেষ করে এবছর কোভিড অতিমারি পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে ঘরবন্দী জীবন, বিদ্যালয়ের সরাসরি আসতে না পারার জন্য মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য যথাযত প্রস্তুতি নিতে না পাড়ার সমস্ত অসুবিধার কথা মাথায় রেখে তাদের মাধ্যমিক পরীক্ষা ২০২২ -এর সম্পূর্ণ উপযোগী করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির এই উদ্যোগ।

এক নজরে WBGSTA মাধ্যমিক মডেল ২০২২
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন কাঠামো অনুসরণ করে বাংলা ও ইংরেজি ভাষায় সুসংহত ও সুসামঞ্জস্যপূর্ণ মডেল প্রশ্নপত্র।
মাধ্যমিক পরীক্ষার সাতটি বিষয়ের প্রতিটির জন্য ১৫ টি করে মডেল প্রশ্নপত্র।
প্রতিটি মডেল প্রশ্নপত্রের MCQ এবং SAQ প্রশ্নের সহজ-সরল ভাষায় উত্তর সংকেত।
কোভিড অতিমারি পরিস্থিতিতে যখন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সরাসরি বিদ্যালয়ে আসার সুযোগ পাচ্ছে না তখন কলেজ স্ট্রিট বইপাড়া থেকে এই বইটা সংগ্রহ করতে পারবে। এছাড়াও আগামী ১৮ জানুয়ারি ২০২২ সমিতি দপ্তর, হেয়ার স্কুল ক্যাম্পাস, ৮৭ কলেজস্ট্রিট, কলকাতা – ৭৩ থেকে বইয়ের মুদ্রিত মূল্যের ওপর ২০% ছাড় দিয়ে এই বইটা সংগ্রহ করার জন্য একটি ক্যাম্প অফিস (বেলা ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) করা হয়েছে। রাজ্যের সরকারি বিদ্যালয়, সরকার পোষিত ও সরকারি অনুদানপ্রাপ্ত সমস্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের পরিচয় পত্র দেখিয়ে এই ক্যাম্প অফিস থেকে WBGSTA মাধ্যমিক মডেল ২০২২ সংগ্রহ করতে পারবে।এই বই সংগ্রহের জন্য প্রয়োজনীয় হেল্পলাইন নম্বর 9433164373 এবং 9830610173।

সমিতির সাধারণ সম্পাদক সৌগত বাবু আরও জানান পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আগামী ফেব্রুয়ারি মাসে মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের উপর অনলাইনে বিষয়ভিত্তিক কাউন্সেলিং আয়োজন করা হবে।এর পাশাপাশি মাধ্যমের পরীক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনার জন্য বিষয়ভিত্তিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সহযোগিতায় WBGSTA মাধ্যমিক প্রশ্ন-উত্তর আসর ২০২২ অনলাইনে আয়োজন করার উদ্যোগ সমিতি গ্রহণ করতে চলেছে। এই সম্পর্কে পরবর্তী সময়ে মাধ্যমিক ২০২২ পরীক্ষার্থীদের অবহিত করা হবে বলে সৌগত বাবু জানিয়েছেন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d