মাটি খুঁড়তেই উদ্ধার হলো ক্রীতদাসদের জীবনের জীবন্ত ইতিহাস
২০২১ সালে উদ্ধার হলো ২০০০ বছর পুরোনো ঐতিহাসিক সম্পদ

তিয়াসা মিত্র : গত শনিবার ইতালির ভিলা অব সিভিটা জিউলিয়ানাতে খননকার্য চালায়ে প্রত্নতাত্ত্বিক বিদেরা এবং বেরিয়ে আসে ২০০০ বছর পুরোনো ইতালির ভিসুভিয়াস আগ্নেও পর্বতের অগ্নুপাতে ধ্বংস হওয়া ক্রীতদাসদের ঘর। গবেষণা করে যেইটুকু এখনো অব্দি জানা যাচ্ছে যে, ঘরটি তৈরী হয়েছিল রোমান রথ গুলি দেখা শুনা করার জন্য এবং ক্রীতদাসদের রাখাও হয়েছিল সেই রথ গুলো দেখ ভাল করার জন্য। তার মধ্যে একটি রথ অলংকৃত এমনকি অক্ষত বটে।
আবিষ্কৃত ঘরটি ১৬ বর্গ মিটারের , ঘরটি অনেক ক্ষেত্রে সবার ঘরে এর সাথে সাথে গুদাম ঘরের মতো ও সেখানে পাওয়া গিয়েছে একটি বড় কাঠের বাক্স। বাক্সটিতে রয়েছে প্রচুর ধাতব বস্তু এবং রথের ঘোড়ার কাপড়। ঘরে রয়েছে মোট তিনটি বিছানা ,যার মধ্যে একটি শিশুদের জন্য উপযোগী। রথে ব্যবহৃত বিশেষ এক ধরনের বাণ, একটি বিছানার উপর থাকতে দেখা গেছে। তার পাশাপাশি পাওয়া গিয়েছে একটি সিরামিকের পাত্র।
এই আবিষ্কারে প্রত্নতাত্ত্বিক বিদরা মনে করছে অতীতের করিদাসদের জীবনের আরো নতুন কোনো তথ্য পাওয়া যাবে বলে আসে করছেন ইতিহাস প্রেমীরা। খননকার্য আরো চালানো হচ্ছে আরো ধ্বংসাবশেষ পাওয়ার আশায়।