ফিরে দেখা অপুর সংসারে … কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রীটের
দুর্গোৎসবের প্রস্তুতির পাশাপাশি জনকল্যাণে নজর কাড়লো কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রীট

শর্মিষ্ঠা বিশ্বাস : দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর ২০২০ এর দুর্গোৎসব প্রায় দোর গোড়ায়। তাই বাঙালি আহ্লাদে আটখানা। তবে বর্তমানে করোনা সুরের উৎপাতে বাঙালির সেই উত্তেজনা আনন্দে রাশ টেনেছে। তাই বলে পুজোর প্রস্তুতিতে কোনোরকম খামতি থাকতে নেই। জোর কদমে লেগে পড়েছে কলকাতার বড়ো বড়ো পুজো কমিটিগুলি। থেমে নেই কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রীটও।
আমরা এতদিন যাবৎ গৃহবন্দী দশার অনেকটা সময় কাটিয়েছি নতুন পুরোনো সিনেমা দেখে। আর সত্যজিৎ রায়ের সিনেমা যেন বাঙালির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে। তাই সত্যজিৎ রায়ের ছবির মধ্যে দিয়েই চলচ্চিত্র জগতের স্মৃতিচারণ করার পরিকল্পনা করেছেন কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট। তাদের এবারে থিম সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি “অপুর সংসার”। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি সম্পূর্ণ ছবিটি মোট ২৪টি ভাগে দৃশ্যমান থাকবে, থাকবে সত্যজিৎ রায়ের আরো অনেক শিল্প নিদর্শন।
এবছর ৪১ তম বর্ষে পা দিলো কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের দুর্গোৎসব। তবে পরিস্থিতির কারণে এতো বছরের পুজোর মতো এবছরেরও পুজোর উদ্যোগে এতটুকু খামতি নেই, তবে বাজেটে বেশ কিছুটা পরিবর্তন হেনেছে করোনা। তাই পুজোর আয়োজনটা ছোট হলেও করোনায়ে ভুক্তভুগি মানুষের পাশে দাঁড়াতে এতটুকু দ্বিধা বোধ করেনি কালিঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের কর্তৃপক্ষ। করোনায়ে কালীঘাট সংলগ্ন এলাকা এবং অন্যান্য এলাকায় প্রায় ৩৭০০ মানুষকে ত্রাণ দেওয়া, আম্ফানে প্রভাবিত ক্যানিং সংলগ্ন ৩টি অঞ্চলের বিদ্ধস্ত মানুষদের ত্রাণ প্রদান করেছে। তাদের এবছরের পুজোয় কোনো বিশেষ কারিগর বা শিল্পীর উপস্থিতি নেই, পাড়ার লোকজন এবং কমিটির সদস্যরা মিলেই কিন্তু প্যান্ডেল সজ্জায় কোমর বেঁধে লেগে রয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশিত সুরক্ষা ব্যবস্থা মেনেই পুজোর সব পরিকল্পনা করা হয়েছে, আর তারা যাতে আরো সতর্ক হতে পারে সেই আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ।