৬১ তম বর্ষে পা দিল বেহালার নতুন সংঘের পূজামণ্ডপ, আর তাদের এই বছরের থিম “নগর দর্পণ”
তবে এবার সরকারি নির্দেশিকা অনুযায়ী কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হবেনা মন্ডপ চত্বরে।

রাখি সিং : দেখতে দেখতে পুজো প্রায় চলেই এলো, আর মাত্র কিছুদিনের অপেক্ষা। উৎসব মানে আনন্দ উচ্ছাস এবং অনেক রং আর সেই রঙে মেতে উঠেছে গোটা কলকাতা শহর। এবারে ৬১ তম বর্ষে পা দিল বেহালার নতুন সংঘের পূজা মন্ডপ। করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ একে অপরকে কীভাবে দেখছেন কিভাবে তারা সব ভুলে মায়ের আগমনী অপেক্ষা করছেন সেই কল্পনাই ফুঁটিয়ে তুলেছে এবারের বেহালা নতুন সংঘের পূজো কর্তৃপক্ষ তাদের মণ্ডপ শয্যায়।
আলোক সজ্জা থেকে প্যান্ডেল সজ্জা সবই বৈচিত্র্যময়।তবে এবারের পুজোর বাজেটের একটি বড় অংশ থেকে সুন্দরবন, কাকদ্বীপ এবং সরবেড়িয়া মতো জায়গায় দুস্থ পরিবারদের, এলাকার গরিব মানুষদের এবং আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ পরিষেবাও বস্ত্র, চালডাল এবং কাঁচা সব্জি ও প্রদান করেছেন এই পুজো কমিটি। তবে এবার সরকারি নির্দেশিকা অনুযায়ী কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না মন্ডপ চত্বরে।
সব মিলিয়ে আশা করা যাচ্ছে প্রত্যেক বছরের মতো এই বছরেও বেহালা নতুন সংঘ কলকাতার বুকে অন্য রকম চমক নিয়ে আসছে চলেছে। ১৭ই অক্টোবর যথা তৃতীয়ার দিন পূজামণ্ডপ খুলে দেওয়া হবে দর্শনার্থীদের উদ্দেশ্যে।