থিম-এ নয়, সাবেকিতে আসছেন মা দূর্গা
থিম ছাড়াও পুজো কিভবে আনন্দের করা যায় তার-ই চেষ্টায় আলিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি

নিবেদিতা মিত্র : গঙ্গারাম সাউ-এর সাথে কথা বলে জানা গেল থিম ছাড়াই ১০ লক্ষ টাকা বাজেট নিয়ে এই বছর এর সাবেকি পুজো করছেন আলিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তারা ৭৫ তম বছরে পা দিতে চলেছে। ভিড় সামলানোর জন্য ভলেন্টিয়ার্স ও ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্ট এর নির্দেশনা অনুযায়ী ২৫ জনের বেশি পুজো মণ্ডপ এ তারা অনুমতি দিচ্ছে না।তারা স্যানিটাইজ ও থার্মাল চেকাপ এর ব্যবস্থা করেছেন।
গাড়ি পার্কিং এর ক্ষেত্রে তারা কিন্তু যাদের প্রাইভেট কার বা যে সকল দর্শনার্থী গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দশমীর দিন আলিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর এ মা-এর বরণ হলেও সিঁদুর খেলা নিয়ে এখনো চিন্তায় ক্লাব কর্তৃপক্ষ। এছাড়াও মণ্ডপের আসে-পাশে দূরত্ব বজায় রেখে স্টল বসানোর ব্যবস্থা হয়েছে। যাতে সেইসকল মানুষের কিছু অর্থ সংস্থান ঘটে।
সুরক্ষার খাতিরে তারা বিনা মূল্যে মাস্ক দেওয়ার ব্যাবস্থাও করেছেন। তারা এবছর মায়ের ভোগ বিতরণের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোগ দিয়ে আসবেন। সব মিলিয়ে অল্প খরচে পুজো করে দর্শনার্থীদের মন জয় করার চেষ্টায় আলিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি।