Culture

বেহালা দেবদারু ফটক সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের থিম হলো ‘শব্দ যাপন’

বিভিণ্ণ ধরণের শব্দ ইলাস্ট্রেশন শুনতে হলে চলে আসুন বেহালা দেবদারু ফটক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পান্ডেল-এ

নিবেদিতা মিত্র : অভিষেক ব্যানার্জী এর সাথে আজ কথা জানা গেলো বেহালা দেবদারু ফটক সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের থিম হলো ‘শব্দ যাপন’। ৪৮ তম বছর এ পা দিতে চললো কমিটি।এই বছর এ কমিটির বাজেট হলো ৮ লক্ষ টাকা। সম্ভবত চতুর্থী বা পঞ্চমীর দিন এই পূজা প্যান্ডেল এর উদ্বোধন। এই পুজো কমিটির দুই প্রবক্তা হলেন নারায়ণ সাহা ও গৌতম হালদার।

এই পূজা মণ্ডপ এ গেলে দেখা যাবে মায়ের আসা থেকে যাওয়া অবধি যত ধরণের শব্দ হয় সেই সকল শব্দ কিন্তু শোনা যাবে।বিভিন্ন ধরণের ইলাস্ট্রেশন থাকবে। বিভিন্ন ধরণের শব্দের জিনিস গুলোও থকবে। যেমন স্পিকার।এই বছর কিন্তু মাঠের ভিতর পুজো হবে না। খোলা আকাশ-এর নিচে পুজো হবে। একটাই রাস্তা হবে যেখান থেকে দর্শনার্থীরা আসবেন ও সোজা পথ-এ বেরিয়ে যাবেন।

গাড়ি পার্কিং এর ক্ষেত্রে তারা যাদের প্রাইভেট কার বা যে সকল দর্শনার্থী গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য পার্কিং এর ব্যবস্থা করেছে।এছাড়াও দশমীর দিন এবছর বেহালা দেবদারু ফটক সার্বজনীন দুর্গোৎসব-এ বরন হবে কিন্তু সিঁদুর খেলা হওয়ার আশঙ্খা খুবই কম। এছাড়াও মণ্ডপের আসে-পাশে দূরত্ব বজায় রেখেই স্টল বসানোর ব্যবস্থা হয়েছে। যাতে সেইসকল মানুষের কিছু অর্থ সংস্থান ঘটে।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: