বন্ধনেই এবার আবদ্ধ বোসপুকুর তালবাগান সার্বজনীন
বাজেট কম, কিন্তু মা-এর অতিথি আপ্যায়নে থাকবে না কোনো খামতি

দেবশ্রী কয়াল : হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যেই শিউলিফুল ও কাশফুলের গন্ধ ভেসে আসছে। মানুষকে মাতোয়ারা হতে দেখা যাচ্ছে পুজোর আমেজে। চারিদিকে শুরু কেনাকাটা, শুরু অনেক প্ল্যানিং। করোনা আবহের মাঝেও মানুষ সেই ভয়কে আক্রান্ত করে পুজোতে বের হওয়ার জন্যে নিজেদেরকে করছে প্রস্তুত। তবে অবশ্যই সকল গাইডলাইন্স মেনেই বের হতে হবে। নিজেদের সুরক্ষাই এখন নিজেদের হাতে।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বোসপুকুর তালবাগান সার্বজনীন এর অমিতাভ ঘোষকে এই বছর তাদের পুজো পরিকল্পনা, উদ্যোগ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,’এই বছর তাদের পুজোর থিম বন্ধন। আর এই বছর তাদের পুজো পা দিচ্ছে ২৪ বছরে। করোনা সংক্রমণে মানুষের সুরক্ষার জেড়ে এবছর তারা মেনে চলবেন সকল সরকারি গাইডলাইন্স। অবস্যই পুজো মণ্ডপের গেটে থাকবে সানটাইজেশনাল প্যানেল। থাকব থার্মাল গান। এছাড়া মাস্ক তো সবার জন্য বাধ্যতামূলক থাকবেই। কিন্তু কেউ যদি মাস্ক ছাড়া আসেন সে ক্ষেত্রে সেই সকল দর্শনার্থীদের ফ্রিতে মাস্ক দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।’
আম্ফান, করোনা পরিস্থিতিতে বোসপুকুর তালবাগান তার নিজস্ব এরিয়ার মানুষদের জন্য কি কি করেছেন তা জানতে চাইলে তিনি বলেন,’আমরা এই অতিমারীর পরিস্থিতিতে দু-বার ১০০ থেকে ১৫০ পরিবারকে কাঁচামাল দিয়ে সাহায্য করেছি। এছাড়াও অন্যান্য যে কোনো সমস্যায় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।’ সিকিউরিটির বিষয় নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দিনের বেলা ও রাতের বেলা সর্বক্ষণ সিকিউরিটি গার্ড থাকবে। সেক্ষেত্রে আশা করা যায় যে মানুষের কোনো রকম অসুবিধা হবেনা আলাদা করে।’এরপর বাজেট নিয়ে তিনি বলেন, ‘এই বছর ৫০ % আমাদের বাজেট কমিয়ে দিয়েছি অন্য বছরের তুলনায়। হোর্ডিং রাখা হয়েছে মাত্র ৫ লক্ষ।’